কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ধরনায় মমতা, সংবিধানকে পাশে রেখে মুখ্যমন্ত্রীর কর্মসূচি শুরু

মুখ্যমন্ত্রীর পায়ের দুই পাশে দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস।

মুখ্যমন্ত্রীর পায়ের দুই পাশে দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Dharna

এদিন মমতার সঙ্গে ধরনা মঞ্চে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, দোলা সেন, জোৎস্না মাণ্ডি, সায়নী ঘোষরা।

রাজ্যের বকেয়া আদায় এবং কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে আজ, বুধবার থেকে দুদিনের ধরনায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বেলা ১২টা নাগাদ রেড রোডে বি আর আম্বেদকর মূর্তির সামনে দুদিনের ধরনা কর্মসূচি শুরু করলেন মমতা। একইদিনে শহিদ মিনারে তৃণমূল ছাত্র ও যুব সংগঠনের ডাকে সভায় বক্তৃতা দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়েকশো মিটারের দূরত্বে তৃণমূলের সুপ্রিমো এবং সেকেন্ড-ইন-কম্যান্ডের মেগা ইভেন্টের জেরে কলকাতায় সাজ সাজ রব।

Advertisment

এদিন মমতার সঙ্গে ধরনা মঞ্চে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, দোলা সেন, জোৎস্না মাণ্ডি, সায়নী ঘোষরা। এদিন মঞ্চে মুখ্যমন্ত্রীর লেখা কবিতার সুরে গান বাজানো হয়। মঞ্চে সামান্য উঁচু প্রশস্ত জায়গা করা হয়েছে মমতার বসার জন্য। তাঁর পায়ের দুই পাশে দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস। পাশে মন্ত্রী ইন্দ্রনীল সেনও।

মঙ্গলবার দিনভর, সারারাত ধরে মঞ্চ তৈরির কাজ চলেছে। পূর্ত দফতরের তরফে এই মঞ্চ তৈরির কাজ হয়েছে দিনভর। এই ধরনা কর্মসূচির প্রস্তুতির জন্য রেড রোডের চেহারাই পাল্টে গিয়েছে। রেড রোডের ধারে ধরনামঞ্চের পাশাপাশি মঞ্চের সামনে এবং পিছনে দুটি অস্থায়ী ছাউনি তৈরি করা হয়েছে। মঞ্চ নির্মাণের দায়িত্বে থাকা এক আধিকারিক জানিয়েছেন, বুধবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই ধরনায় আসা প্রতিনিধিরা যাতে বৃষ্টিতে না ভেজেন সেটা মাথায় রেখে দুটি অস্থায়ী ছাউনি তৈরি করা হয়েছে।

Advertisment

পাশাপাশি ধরনায় এসে যাতে মুখ্যমন্ত্রী প্রশাসনিক কাজকর্মও করতে পারেন তার জন্য আলাদা বন্দোবস্ত করা হয়েছে। ধরনামঞ্চের পাশেই মুখ্যমন্ত্রীর জন্য একটি অস্থায়ী ক্যাম্প অফিস করা হচ্ছে। ২০ ফুট লম্বা এবং ৩০ ফুট চওড়া ওই অস্থায়ী অফিসে প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। সেখানে পুলিশি নজরদারি রয়েছে। সেখানেই প্রশাসনিক কাজকর্ম দেখবেন মুখ্যমন্ত্রী। রেড রোডে যাতে যান চলাচল ব্যাহত না হয় সেদিকে সজাগ রয়েছে কলকাতা পুলিশ। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রেড রোড।

আরও পড়ুন রাজভবন এখন থেকে ‘জন রাজভবন’, মমতার হাতে চাবি তুলে দিলেন রাষ্ট্রপতি

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ মুখ্যমন্ত্রীর দীর্ঘদিনের। রাজ্যে ১০০ দিনের প্রকল্পের টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনা-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকার পাশাপাশি জিএসটি বকেয়া দিচ্ছে না কেন্দ্র, এমনই অভিযোগে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী।

tmc bjp Mamata Banerjee West Bengal