Advertisment

Mamata Banerjee: 'সব মিথ্যা', ধর্নামঞ্চ থেকেই প্রধানমন্ত্রী মোদীকে 'স্ট্রং' চিঠি মমতার

CAG report: গত বুধবারই কয়েক ঘণ্টার মধ্যেই সেই ক্যাগ রিপোর্ট সামনে আনেন বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদার সাংবাদিক বৈঠকে জানান, প্রায় ২ লক্ষ কোটি টাকার হিসেব দেয়নি রাজ্য। সেই টাকা কোথায় গেল, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee has written strong letter to Modi alleging that the CAG report is full of lies , ক্যাগ রিপোর্টে সব মিথ্যা রয়েছে মোদীকে কড়া চিঠি দিয়ে অভিযোগ মমতা ব্যানার্জীর

Mamata Banerjee Dharna: কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে তৃণমূলের ধর্নামঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি- শশী ঘোষ

Mamata Banerjee On CAG Report: কেন্দ্রের বকেয়া বঞ্চনার বিরুদ্ধে ধর্নায় বসেছেন বাংলার মুখ্যমন্ত্রী। সেই মঞ্চ থেকেই ক্যাগ রিপোর্ট নিয়ে মোদী সরকারকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যাগ রিপোর্টে প্রকাশিত তথ্য 'সব মিথ্যা' বলে দাবি করেছেন তিনি।

Advertisment

গত বুধবার মমতার আর্থিক বঞ্চনার জবাব দিতে আসরে নামে বিজেপি। ওইদিন সকালে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বাংলার বকেয়া টাকার দাবি জানান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। উত্তরে সুদীপকে ক্যাগ রিপোর্ট পড়ে দেখতে বলেন প্রধানমন্ত্রী।

কী আছে সেই ক্যাগ রিপোর্টে, যা দেখে কেন্দ্র টাকা বন্ধ করে দিচ্ছে? গত বুধবারই কয়েক ঘণ্টার মধ্যেই সেই ক্যাগ রিপোর্ট সামনে আনেন বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদার সাংবাদিক বৈঠকে জানান, প্রায় ২ লক্ষ কোটি টাকার হিসেব দেয়নি রাজ্য। সেই টাকা কোথায় গেল, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সুকান্তর দাবি, 'পার্সোনাল অ্যাকাউন্ট'-এ সরকারি প্রকল্পের টাকা নেওয়া হয়েছে, এমন কথাই রয়েছে ক্যাগ রিপোর্টে। সুকান্তর দাবি ছিল, 'এটা দুর্নীতির নতুন পন্থা। সাধারণের টাকা কোথায় খরচ করা হয়েছে, তা কারও জানা নেই।' বঙ্গ বিজেপি সভাপতির দাবি, রাজ্য সরকারকে যে কোনও প্রকল্পের কাজ শেষ হলে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হয়। তাতে বোঝা যায়, যে টাকা বরাদ্দ হয়েছিল, সেই টাকা সংশ্লিষ্ট প্রকল্পের কাজেই খরচ হয়েছে। কিন্তু ক্যাগ রিপোর্টে দেখা গিয়েছে, ১.৯৫ লক্ষ কোটি টাকার কোনও ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেয়নি রাজ্য সরকার।

আরও পড়ুন- Modi Government: কাকতালীয় নাকি কৌশল? মমতার ধর্নায় কয়েক ঘন্টা আগেই বিরাট উদ্যোগ কেন্দ্রের!

বিজেপি নেতাদের ওই অভিযোগের বিরুদ্ধে এদিন মুখ খোলেন বাংলার মুখ্যমন্ত্রী। জানান, ধর্নামঞ্চ থেকেই ক্যাগ রিপোর্টের 'মিথ্যাচার' নিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ক্যাগ রিপোর্ট নিয়ে আমি প্রধানমন্ত্রীকে স্ট্রং চিঠি দিচ্ছি এখান থেকে। ক্যাগ রিপোর্টে ২০০৩ সাল থেকে রিপোর্ট দিয়েছে। তখন কি আমরা ছিলাম? আমরা ক্ষমতায় এসেছি ২০১১ সালে। তাহলে কেন ওই সময়ের দায়িত্ব নেব?' মুখ্যমন্ত্রীর দাবি, 'সব ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়েছি। ক্যাগ রিপোর্টে সব মিথ্যা কথা। সত্য কখনও চাপা থাকে না। ক্যাগ রিপোর্ট বিকৃত সত্য ও বিজেপি লিখেছে। রাজ্যের পাওনা আটকে রেখে ক্যাগ কথা বলছে।'

আরও পড়ুন- Justice Abhijit Ganguly: এজলাসে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মুখে ‘দক্ষিণেশ্বর-কালীঘাট’ প্রসঙ্গ! হঠাৎ কী হল?

West Bengal tmc Mamata Banerjee Bengal BJP CAG
Advertisment