পুজোর আগে রাজ্য সরকারি কর্মচারিদের জন্য বাম্পার ঘোষণা মমতার, শারদীয়ার আনন্দ এবার হবে দ্বিগুণ

পুজোর আগে বাম্পার ঘোষণা, সরকারি কর্মচারীদের জন্য বিরাট উপহার মুখ্যমন্ত্রীর। পুজোর খুশি এবার হবে দ্বিগুণ। তিনি বলেন, আমরা সকল ভাষার প্রতি নিবেদিতপ্রাণ।

পুজোর আগে বাম্পার ঘোষণা, সরকারি কর্মচারীদের জন্য বিরাট উপহার মুখ্যমন্ত্রীর। পুজোর খুশি এবার হবে দ্বিগুণ। তিনি বলেন, আমরা সকল ভাষার প্রতি নিবেদিতপ্রাণ।

author-image
IE Bangla Web Desk
New Update
NIRF 2025 State Public University ranking  ,Jadavpur University tops state public universities  ,State public universities category NIRF 2025,  Jadavpur University rank 1 in NIRF 2025  ,NIRF 2025 State Public Univ Jadavpur,NIRF 2025, Mamata Banerjee,রাষ্ট্র-জনিত বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং,  যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রথম,  রাজ্য পাবলিক বিশ্ববিদ্যালয় শীর্ষস্থান,  NIRF 2025 যাদবপুর ইউ  ,রাজ্য বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং ২০২৫, মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

হিন্দি দিবসে সকল হিন্দি ভাষাভাষি মানুষকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রবিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো পোস্ট করে বলেছেন যে আজ হিন্দি দিবস। এই উপলক্ষে, সমস্ত হিন্দিভাষী ভাই ও বোনদের আমার আন্তরিক শুভেচ্ছা। প্রতি বছর আমরা শ্রদ্ধার সঙ্গে হিন্দি দিবস উদযাপন করি। আমরা সকল ভাষার প্রতি নিবেদিতপ্রাণ।

Advertisment

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ২০১১ সাল থেকে আমরা রাজ্যের হিন্দিভাষী মানুষের উন্নয়নের জন্য একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি। যেসব অঞ্চলে ১০ শতাংশেরও বেশি মানুষ হিন্দিতে কথা বলেন, সেখানে হিন্দিকে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। আমরা সাঁওতালি, কুরুখ, কুদমালি, নেপালি, উর্দু, রাজবংশী, কামতাপুরী, ওড়িয়া, পাঞ্জাবি, তেলেগু ভাষাকেও সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছি। সাদ্রি ভাষার উন্নয়নের জন্যও আমরা প্রচেষ্টা চালাচ্ছি।

'আমরা একটি হিন্দি একাডেমী গঠন করেছি' 

তৃণমূল সুপ্রিমো বলেন, হিন্দি ভাষার উন্নয়নের জন্য আমরা একটি হিন্দি একাডেমি গঠন করেছি। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রের কথা বলতে গেলে, হাওড়ায় একটি হিন্দি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। বানারহাট এবং নকশালবাড়িতে হিন্দি মাধ্যম ডিগ্রি কলেজ খোলা হয়েছে। এছাড়াও, অনেক কলেজে হিন্দি স্নাতকোত্তর কোর্সও শুরু হয়েছে। উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্র এখন হিন্দিতেও করা হচ্ছে । রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা হিন্দি ভাষায় মাধ্যমিক পরীক্ষা দিতে পারছে।

Advertisment

'ছট পূজা উপলক্ষে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা'

বাংলার মুখ্যমন্ত্রী আরও বলেন,"অসংগঠিত ক্ষেত্রে কর্মরত হিন্দিভাষী এবং অন্যান্যদের জন্য বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্প শুরু করা হয়েছে। গঙ্গাসাগর মেলাকে সামনে রেখে ওই এলাকায় চমৎকার পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। হিন্দিভাষী সম্প্রদায়ের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে, রাজ্য সরকার ছট পূজা উপলক্ষে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। হিন্দি দিবসে আমার শুভেচ্ছা গ্রহণ করুন"।

mamata