Mamata Banerjee urges people to maintain peace: বিজেপি-আরএসএসকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী ফের রাজ্যে শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে এক খোলা চিঠি লিখেছেন।
Mamata Banerjee urges people to maintain peace: বিজেপি-আরএসএসকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী ফের রাজ্যে শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে এক খোলা চিঠি লিখেছেন।
Mamata Banerjee urges people to maintain peace : বিভেদের রাজনীতির জন্য বাংলা ভাগের চেষ্টা, বিজেপি-আরএসএসকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী ফের রাজ্যে শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে এক খোলা চিঠি লিখেছেন। সেই চিঠিতে বাংলাকে ভাগ করার জঘন্য প্রচেষ্টার জন্য বিজেপি ও তার সঙ্গী আরএসএসকে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানান, বিজেপি ও তার মিত্র সংগঠনগুলি—বিশেষ করে আরএসএস—রাজনীতির নামে বাংলা ভাগের চক্রান্ত করছে।
Advertisment
মুখ্যমন্ত্রীর অভিযোগ, 'ডিভাইড অ্যান্ড রুল'-এর খেলা খেলতে চাইছে বিজেপি ও আরএসএস। এটা খুবই বিপজ্জনক। তিনি আরও বলেন, রাজ্যে ঘটে যাওয়া সাম্প্রতিক কিছু ঘটনাকে কাজে লাগিয়ে রাজ্যে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে এই শক্তিগুলি।
খোলা চিঠিতে মুখ্যমন্ত্রী বলেন, “এই শক্তিগুলি রাজ্যকে ভাগের এক বিপজ্জনক খেলতে চায়। আমরা এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছি। রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা আমাদের প্রধান লক্ষ্য। সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের একসাথে কাজ করা উচিত এবং একে অপরের সঙ্গে মিলে-মিশে থাকাটা বিশেষ জরুরি ।”
মমতা বলেন, “আমরা সাম্প্রদায়িক দাঙ্গার তীব্র নিন্দা জানাছি। এই ধরনের ঘটনা রাজ্যের সামাজিক ঐক্যকে ধ্বংস করার চেষ্টা। দাঙ্গায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে দুই পুলিশ কর্তাকে অপসারণ করা হয়েছে এবং তদন্ত চলছে।”
“বিজেপি রাজ্যকে উত্তপ্ত করার চক্রান্তে নেমেছে” মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি এবং তার মিত্ররা ভোট রাজনীতির স্বার্থে রাজ্যকে উত্তপ্ত করতে চাইছে। তিনি বলেন, “এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, রাজনৈতিক ফায়দা তোলার জন্য তারা সাধারণ মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। রাজ্যের মানুষকে আমি শান্ত থাকার আবেদন জানাচ্ছি।”
রাজ্যপালকে ঘিরে উত্তেজনা, ফিরে এসে শুনলেন অভিযোগ এদিকে, মুর্শিদাবাদের বেতবোনা গ্রামে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কনভয় যাওয়ার সময় সেটিকে থামিয়ে অভিযোগ জানাতে চায় গ্রামবাসীরা। কিন্তু প্রথমে কনভয় না থামায় ক্ষোভে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। পরে বিষয়টি জানতে পেরে রাজ্যপাল নিজেই কনভয় ঘুরিয়ে ফিরে আসেন ও স্থানীয়দের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি সেখানকার স্থানীয়দের আশ্বাস দেন, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বিএসএফ ক্যাম্প স্থাপনের দাবি তিনি বিবেচনা করবেন।