Advertisment

'গদ্দারদের সঙ্গে লড়ছি, মাথা ঝোঁকাব না', ইদের নমাজে বিজেপিকে তুলোধনা মুখ্যমন্ত্রীর

শনিবার রেড রোডে পবিত্র উদের নমাজে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee in red road eid namaz

রেড রোডের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ খুশির ইদ। কলকাতার রেড রোডে পবিত্র ইদের নমাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়েই এদিন রেড রোডের মঞ্চে গিয়ে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর। সবাইকে ইদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি আবারও মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নিশানা করেছেন কেন্দ্রের শাসকদল বিজেপিকে। 'দেশের সংবিধান, ইতিহাস বদলাতে চাইছে মোদী সরকার', ফের একবার মুখ্যমন্ত্রী নিশানায় গেরুয়া দল।

Advertisment

দেশজুড়ে সম্প্রীতির বাতাবরতণে পালিত হচ্ছে পবিত্র ইদ। কলকাতার রেড রোডে ইদের বিশেষ এই নমাজে শনিবার উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে দাঁড়িয়ে সকলকে ইদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। সংক্ষিপ্ত বক্তৃতায় এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করেন বিজেপিকে। তিনি বলেন, 'বিভেদের রাজনীতি বিজেপির। দেশের সংবিধান, ইতিহাস বদলাতে চাইছে মোদী সরকার। আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত। আমরা দাঙ্গা চাই না, শান্তি চাই। কোনও কোনও গদ্দার দল শান্তি নষ্ট করার চেষ্টা করছে। গদ্দারদের সঙ্গে লড়তে হচ্ছে। প্রস্তুত আছি মাথা ঝোঁকাব না। আমরা দেশকে টুকরো করতে চাই না। জীবন দিয়ে দেব, দেশ টুকরো হতে দেব না।'

আরও পড়ুন- ‘আমি চক্রান্তের শিকার’, ১৫ ঘণ্টা তল্লাশি শেষে CBI বেরোতেই ফের সরব তাপস সাহা

কেন্দ্রীয় সরকার বিরোধীদের এজেন্সি দিয়ে 'চাপে' ফেলার রাজনীতি করছে, দীর্ঘদিন ধরেই কেন্দ্রের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে চলেছে বিরোধী দল শাসিত রাজ্যগুলি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও ফের একবার একই অভিযোগ শোনা গেল। এপ্রসঙ্গে এদিন তিনি বলেন, 'আমাকে তো এজেন্সির সঙ্গেও লড়তে হচ্ছে। আমি তৈরি আছি। কিন্তু মাথা ঝোঁকাব না। আমি এনআরসি করতেও দেব না।'

Mamata Banerjee West Bengal eid bjp
Advertisment