Advertisment

মমতার শিল্প চ্যালেঞ্জ, বিনিয়োগ টানতে শশী-চন্দ্রিমা জুটিকে বিশেষ দায়িত্ব

আগামী বছর রাজ্যে শিল্প সম্মেলন কবে? ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee industrial meet and employment chances in west bengal , মমতার শিল্প চ্যালেঞ্জ, বিনিয়োগ টানতে শশী-চন্দ্রিমা জুটিকে বিশেষ দায়িত্ব

বাংলা সহায়তা কেন্দ্র বাংলাদেশ মডেল করছে। লক্ষ্মীর ভান্ডারও মডেল করছে। দাবি মমতার।

জমিজট কাটাতে নবান্নে শিল্পপতিদের সঙ্গে বৈঠক শেষে রাজ্যের অর্থনৈতিক করিডর, শিল্পে বিভিন্ন বিনিয়োগের কথা এদিন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শিল্পের উন্নয়নে একাধিক পরিকল্পনার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ, ডানকুনি থেকে হলদিয়া, ডানকুনি থেকে রঘুনাথপুর ও  ডানকুনি থেকে কল্যাণী এই জায়গাগুলিতে কোথায় কোথায় করিডোর আছে তা চিহ্নিত করতে হবে।

Advertisment

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় আরও জানান, যে জমিগুলো চিহ্নিত করা হয়েছে, সেখানে যেন বড় বড় হোর্ডিং লাগানো হয়। যাতে সাধারণ মানুষ শিল্পায়নের গুরুত্ব বঝতে পারে। তাঁর কথায়, 'বড় বড় হোর্ডিং লাগালে সাধারণ মানুষ বুঝতে পারবে কোথায় জমি আছে। এই কাজটা সিরিয়াসলি করতে হবে। শশী পাঁজাকে এই নিয়ে দায়িত্বও দেওয়া হোক। সঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্যও থাকবেন। কাজটা ভাল করে মনিটরিং করতে হবে। এই কাজটা মহিলারা করুক। আমি তাদের কাজ দেখতে চাই।' 

মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানান, রাজ্যে শিল্পায়নের জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে। তিনি জানান, লিজ হোল্ড টু ফ্রি হোল্ড ব্যবস্থা নিয়েছে সরকার। এতে শিল্পপতিরা সহজেই জমি নিতে পারবে। সেজন্য শিল্পপতিদের বেশি পরিশ্রমও করতে পারবে না। এছাড়াও একাধিক ইন্ডাস্ট্রিয়াল করিডোর করা হচ্ছে। তাজপুরে পোর্ট হবে। এছাড়াও উত্তরবঙ্গ, মালদাতেও করিডোর হবে বলে ঘোষণা করেন মুখ্যসচিব। 

একনজরে মমতার ঘোষণা-

  • ডাটা সেন্টার হিসাবে উঠে আসছে বাংলা। লজিস্টিক হাব হচ্ছে। ফ্লিপকার্ট এসেছে কল্যাণীতে। প্রচুর কর্মসংস্থান হবে। আমাজনের সাতটা লজিস্টিক হাব আছে। ১২ হাজার লোক কাজ করছে।
  • ৮ হাজার একর জমি চিহ্নিত করা হয়েছে অধিগ্রহণের জন্য। তবে জোর করে জমি অধিগ্রহণ করবে না সরকার।
  • ডাটা সেন্টার হিসাবে উঠে আসছে বাংলা। লজিস্টিক হাব হচ্ছে। ফ্লিপকার্ট এসেছে কল্যাণীতে। প্রচুর কর্মসংস্থান হবে। আমাজনের সাতটা লজিস্টিক হাব আছে। ১২ হাজার লোক কাজ করছে।
  • ক্ষুদ্র ও কুটির শিল্পে ১ লক্ষ ১৪ হাজার লক্ষ কোটি টাকা ঋণ দেবে রাজ্য সরকার। এই ক্ষেত্রে ৪১ লক্ষ নয়া কর্মসংস্থান হবে।
  • স্বনির্ভর গোষ্ঠীতে ১৩ হাজার ৮৯৫ কোটি টাকা বিনিয়োগ। ১ কোটি কর্মসংস্থান হয়েছে।
  • ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কলকাতায় তাঁদের শাখা অফিস করছে। ২১ তারিখ মউ স্বাক্ষরিত হবে।
  • দুয়ারে সরকার অনেকে মডেল করে নিয়েছে। বাংলা সহায়তা কেন্দ্র বাংলাদেশ মডেল করছে। লক্ষ্মীর ভান্ডারও মডেল করছে।
  • আগামি ২১-২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। প্রচারের জন্য বিভিন্ন রাজ্যে ৮-৯টি পদযাত্রার আয়োজন হবে। সম্মেলনের শরিক করা হবে চেম্বার অফ কমার্সকে।
  • নয়াচরে ফিশ হাবে অনেক বিদেশী পর্যটক দেখতে আসবেন।
  • আলু ব্যবসায়ীরা সমস্যায় পড়েছিলেন। আমরা ৬ টাকা দরে আলু কিনেছি। আলু সংরক্ষণ করছি। মিড-ডে মিলেও দেওয়া হবে৷ সেক্ষেত্রে চাষিদের এক টাকা দেড় টাকায় আলু বিক্রি করে ফেলে দিতে হবে না। নষ্ট হবে না।
Mamata Banerjee West Bengal Industry
Advertisment