/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/Mamata-Banerjee-Injured.jpg)
চোট পেয়ে এসএসকেএমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি
Mamata Banerjee: বুধবার কলকাতা থেকে হেলিকপ্টারে বর্ধমানে গিয়ে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী। ফেরার পথে আবহাওয়া খারাপ হওয়ায় আর কপ্টারে নয়, গাড়িতে চেপে কলকতার উদ্দেশে রওনা দেন তিনি। সড়ক পথে ফেরার পথেই চোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, গাড়ি জিটি রোডে ওঠার সময়ে চালক আচমকা জোরে ব্রেক কষেন। তাতেই মুখ্যমন্ত্রীর কপাল গাড়ির উইন্ড স্ক্রিনে ঠুকে যায়। মুখ্যমন্ত্রীর কনভয়ে অন্য একটি গাড়ি ঢুকে পড়াতেই এই বিপত্তি বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর চোট তগুরুতর নয়। আপাতত তিনি সুস্থই আছেন। কলকাতায় ফিরে নবান্নে নিজের দফতরে রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, আঘাত পাওয়ার পরে কপালে রুমাল বেঁধে নেন মুখ্যমন্ত্রী।
বুধবার বর্ধমানের সভা শেষে যখন কলকাতার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী তখন আকাশের মুখ ভার। আবহাওয়া খারাপ। কুয়াশা ছিলই, সঙ্গে শুরু হয় বৃষ্টি। ফলে সিদ্ধান্ত হয়, মুখ্যমন্ত্রী কপ্টারের বদলে সড়কপথেই কলকাতায় যাবেন। পুলিশ সূত্রে খবর, সসভার মাঠ থেকে বড় রাস্তায় ওঠার সময় মুখ্যমন্ত্রীর গাড়ির চালক আচমকা ব্রেক কষেন। সেই ঝাঁকুনিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপাল উইন্ড স্ক্রিনে ঠুকে যায়, তাতেই আঘাত পান তিনি।
এই প্রথম নয়, জেলা সফর শেষে কলকাতায় আসার পথে এর আগেও আঘাত পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। গত বছর ২৭ জুন উত্তরবঙ্গে পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে বাগডোগরা বিমানবন্দরে যাওয়ার সময় কপ্টার থেকে লাফিয়ে নামতে গিয়ে পায়ে ও কোমরে চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তাঁর হাঁটুতে অস্ত্রোপচার করতে হয়। তাঁকে নিয়ন্ত্রিত চলাফেরার জন্য চিকিৎসকরা পরামর্শ দিয়েছিলেন। অস্ত্রোপচারের পর পুজোর সময়ে টানা দশ দিন বাড়িতেই ছিলেন মুখ্যমন্ত্রী।
তার আগে একুশে ভোটের প্রচারে নন্দীগ্রামে পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। এসএসকেএমে তাঁর চিকিৎসা হয়। ওই ভোটের প্রচারের সময় হুইলচেয়ারে বলেই দলীয় প্রচার সেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।