Advertisment

প্রাক্তন আইপিএস গৌরব দত্তের আত্মহত্যার জন্য দায়ী মমতা: মুকুল

মুকুলের আরও দাবি, ''মমতার এসব পদক্ষেপের জন্য তাঁর সৎ পথে অর্জিত গ্র্যাচুইটি থেকে শুরু করে মোটা অঙ্কের সেভিংস, সব কিছু বন্ধ হয়ে যেতে বসেছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
mukul, mamata, মুকুল, মমতা

মুকুল রায় ও মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা মুকুল রায়। ''প্রাক্তন আইপিএস গৌরব দত্তের আত্মহত্যার জন্য দায়ী মমতা বন্দ্যাপাধ্যায়ই,'' এমন চাঞ্চল্যকর অভিযোগই করেছেন মমতার একদা প্রধান সেনাপতি। দিল্লিতে রাজ্যের আরেক প্রাক্তন আইপিএস তথা বিজেপির নবাগত সদস্য ভারতী ঘোষকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ করেছেন মুকুল।

Advertisment

এদিন মুকুল রায় দাবি করেন, ''প্রাক্তন আইপিএস গৌরব দত্ত সুইসাইড নোটে লিখে গিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তাঁকে এই চরম সিদ্ধান্ত নিতে হয়েছে।'' গৌরব দত্তের সুইসাইড নোট উদ্ধৃত করে মুকুল বলেন, ''গত ১০ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে তাঁকে পদে পদে ভিক্টিমাইজ করেছেন, কীভাবে ডিজি অনুরোধ করা সত্ত্বেও মুখ্যমন্ত্রী জোর করে তাঁর একটিও মামলা ক্লোজ করেন নি, সেকথা সুইসাইড নোটে উল্লেখ করেছেন গৌরববাবু। অন্য একটি কেসের ফাইল কীভাবে ইচ্ছাকৃতভাবে নষ্ট করা হয়েছে, সে বিবরণও সুইসাইড নোটে দিয়েছেন গৌরব দত্ত।''

আরও পড়ুন: প্রাক্তন আইপিএস গৌরব দত্তের অস্বাভাবিক মৃত্যু

এ প্রসঙ্গে মুকুলের আরও দাবি, ''মমতার এসব পদক্ষেপের জন্য তাঁর সৎ পথে অর্জিত গ্র্যাচুইটি থেকে শুরু করে মোটা অঙ্কের সেভিংস, সব কিছু বন্ধ হয়ে যেতে বসেছিল। সে কারণেই উনি রাজ্যের সৎ অফিসারদের ভবিষ্যতে এভাবে ভিক্টিমাইজড হওয়া থেকে বাঁচাতে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন।''

মমতার বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর অভিযোগ এনে মুকুল বলেছেন, ''সুইসাইড নোটে গৌরব লিখেছেন, মুখ্যমন্ত্রী যতই মুখে বলুন তিনি আইপিএস অফিসারদের পাশে আছেন, আসলে তিনি তাঁদের ব্যবহার করে ছুড়ে ফেলে দেন। রাজ্যের কোনও পুলিশকর্মীই মুখ খুলতে পারেন না, সবসময় প্রাণভয়ে থাকেন।''

আরও পড়ুন, মুকুলকে ৭ মার্চ পর্যন্ত গ্রেফতার করা যাবে না, পুলিশ তলব করলে হাজিরা দিতে হবে: হাইকোর্ট

ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়ে বিজেপি নেতা বলেছেন, ''সুইসাইড নোটে কারও নাম থাকলে, তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও ৩০৬ ধারায় মামলা রুজু করা হয়। মুখ্যমন্ত্রী বলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ছাড় পাবেন?''

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। দিলীপ বলেছেন, ‘‘সুইসাইড নোটে উনি লিখেছেন, বাধ্য হয়েই উনি এই সিদ্ধান্ত নিয়েছেন...এ থেকেই স্পষ্ট, আইপিএস ও পুলিশ আধিকারিকরা কতটা চাপে রয়েছেন। আমরা এ ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি...’’

আরও পড়ুন, চৌকিদারকে সরাতে চাইছে চোর, মমতার ব্রিগেড প্রসঙ্গে বিস্ফোরক মুকুল

ভারতী ঘোষ বলেন, "পশ্চিমবঙ্গে আইপিএসদের খুব খারাপ অবস্থা। আমি নিজে ভুক্তভোগী। আমি জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি। দেখলেন তো আমি ইস্তফা দিলাম।"

উল্লেখ্য, ক'দিন আগেই সল্ট লেকে নিজের বাড়িতে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় প্রাক্তন আইপিএস গৌরব দত্তকে। পরে সল্ট লেকের আমরি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। গৌরববাবুর হাতের শিরা কাটা ছিল। ঘর থেকে মিলেছিল সুইসাইড নোটও।

Mamata Banerjee mukul roy
Advertisment