New Update
কোভিড ও ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী পরিস্থিতিতে সোমবার নবান্ন পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন দফতরের প্রধান সচিব ও রাজ্য পুলিশের ডিজি। ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে একাধিক পদক্ষেপের সিদ্ধান্ত হয়েছে এই বৈঠকে। টিকাকরণ নিয়েও জরুরি তথ্য ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Advertisment
কোভিড নিয়ে কী বললেন মমতা?
- '২১ হাজার থেকে কমে দৈনির করোনা সংক্রমণ দাঁড়িয়েছে ১১ হাজারে।'
- '১ কোটি ৪১ লক্ষ টিকাকরণ হয়েছে রাজ্য়ে। এর মধ্যে ৪০ লক্ষ ২য় ডোজ। নিজেদের টাকায় ১৮ লক্ষ টাকার টিকা কেনা হয়েছে।'
- 'টিকা কিনতে রাজ্য ১ কোটি ৬১ লক্ষ টাকা খরচ করেছে।'
- 'চেম্বার অফ কমার্স টিকাকরণ করতে চাইলে রাজ্য সরকার তাদের সাহায্য করবে।'
ইয়াস নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
- '২ লক্ষ মানুষ এখনও ১২০০ ত্রাণ শিবিরে রয়েছেন।'
- '৩১৯ বাঁধ ভেঙেছে। '
- 'চাষের জমির ক্ষতি হয়েছে ২.২১ লক্ষ হেক্টর।'
- 'প্রাকৃতিক দুর্যোগে যেখানে যেখানে জল ঢুকেছে, জল জমে রয়েছে সেখানে ত্রাণ পৌঁছানো হবে।'
- 'পানীয় জল, খাবহার, ত্রিপল, বেবি ফুড নিয়ে ত্রাণ শিবি, বা দুর্গত এলাকায় যেন কোনও সঙ্কট না তৈরি হয়।'
- 'প্রাকৃতিক দুর্যোগকে রক্ষা করতে পারে প্রকৃতিই।'
- 'সরকার সবসময় দুর্গতদের পাশে থাকবে। তবে আমরা গরিবের সরকার। কেন্দ্রের কাছ থেকে সেরকম টাকা পাই না। তাই ক্ষমতা অনুযায়ী সাহায্য করা হবে।'
- 'যেহেতু প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। তাই এই বন্যা ত্রাণ কেন্দ্র বানাতে হবে। এছাড়া কোল্ড স্টোরেজও বানাতে হবে বেশি করে। মজুতের জন্য গুদাম বা ওয়ার হাউস বানাতে হবে।'
- 'নীতি আয়োগের কাছে আরও ৫০০ ফ্লাড শেল্টারের তৈরি করার টাকা চাইব আমরা।'
- 'এক সঙ্গে অনেক আবেদন করে যা খুশি তাই লিখে দেওয়া যাবে না। নিজে আবেদন করবেন। ড্রপ বক্সে আবেদন পত্র জমা দেবেন। শহরাঞ্চলে এসডিও অফিস এবং গ্রামাঞ্চলগুলিতে বিডিও অফিসে ত্রাণের আবেদন জমা দিতে হবে।'
- 'দিঘায় সাত কিমির মধ্যে সাড়ে তিন কিমি সেতু তৈরির কাজ হয়েছে। বাকিটা দ্রুত করতে হবে।'
- 'দিঘায় সৌন্দার্যয়নের কাজে গলদ ছিল। পাথরের উপরই নির্মাণের কাজ হয়েছিল, তাই ঝড়ে পুরোপুরি নষ্ঠ হয়ে গেল সব। '
- 'আপাতত কিছু কিছু মেরামতি করা হবে। পরে স্থায়ী সমাধান করতে হবে। তবে, এই সুযোগে কেউ এত টাকা চাইলে হবে না। '
- 'সমুদ্র তিরের দোকান যেগুলে রাজ্য সরকার করে দিয়েছিল সেগুলো ঠিক করে দেওয়া হবে।'
- 'মানুষ এখন বাড়ি ফিরছেন। সেদিকে নজর রাখতে হবে। সরকারি অফিসাররা ফিল্ড ওয়ার্ক ভালো করেছেন। সব ঠিকঠাক রাখতে জেলা প্রশাসন ভার্চুয়াল বৈঠক করুন।'
- 'দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে মৎস চাষের কাজে বিশেষ নজর দিতে হবে।'
- 'প্রধানমন্ত্রীর কাছে কোনও টাকা আমরা চাইছি না। ক্ষতিপূরণের রিপোর্ট দিয়েছি, বলেছি আপনাদের যা মনে হয় করবেন।'
দেউচা পাচামি ও ডুমরজলা নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা
- 'কারোর ক্ষতি করে দেউচা পাচামি প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ হবে না। প্রয়োজনে সম্পূর্ণ কথা বলেই পর্যাপ্ত ক্ষতিপূরণ দিয়ে জমি নেওয়ার কথা বলা হবে। কেউ দুঃশ্চিন্তা করবেন না।'
- 'ডুমুরজলায় খেল সিটি হবে। ধন্যধান্য স্টেডিয়ান গত চার বছর ধরে হয়েই চলেছে। আর কতদিন লাগবে?'
মুখ্যসচিবের বদলি প্রসঙ্গে মমতা
- 'আলাপন বন্দ্যোপাধ্যাকে নিয়ে কেন্দ্র কী বলে দেখি। ওরা চিঠি দিয়েছিল, আমরাও জবাব দিয়েছি। এখন কিছুই আর আমার হাতে নেই।'
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন