এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আটক করা হয়েছে মন্ত্রীর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। এই অর্পিতার বেহালার অভিজাত আবাসনের ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছে ২১ কোটির বেশি নগদ। যা ঘিরে বিরাট হইচই। কীভাবে বিরাট অঙ্কের অর্থ পেশায় অভিনেত্রী অর্পিতার কাছে এল তা নিয়েই নানা প্রশ্ন। তদন্তকারী সংস্থা ইডি-র অনুমান এসএসসি দুর্নীতি মামলার সঙ্গে উদ্ধার হওয়া অর্থের যোগ রয়েছে। গোটা বিষয়টির সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলে শুক্রবারই দাবি করেছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কিন্তু, বিজেপি নেতা অমিত মালব্যের টুইট ঘিরে শোরগোল পড়েছে। তাঁর দাবি, খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যা অর্পিতা মুখোপাধ্যায়কে চিনতেন। এমনকী অর্পিতা ভালো কাজ করেন বলে প্রকাশ্যেই সার্টিফিকেট দিয়েছিলেন।
Advertisment
টুইটে একটি ভিডিও দিয়েছেন বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য। ভিডিওটিতে দেখা যাচ্ছে, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পুজো বলে পরিচিত নাকতলা উদয়নের দুর্গা মণ্ডপের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই রয়েছেন পার্থবাবু, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। পাশেই বসেছিলেন অর্পিতা মুখোপাধ্যায়।
ভিডিও-তে দেখা যাচ্ছে, মঞ্চে অর্পিতার প্রশংসা করছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় অর্পিতাকে উদ্দেশ্য করে বলেন, 'অর্পিতা, তুমি ওড়িশায় সিনেমা কর শুনলাম। ভাল করে কর। ওড়িয়া বুঝতে পার? সুতরাং ও ওড়িশায় কাজ করে, বাংলার মেয়ে, আমি আগেরবারও দেখিলাম ও এসেছিল, ববিদের ওখানেও যায়।'
টুইটে অমিত মালব্য লিখেছেন, 'খুব বেশি দিন আগের কথা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় একটি মঞ্চ থেকে প্রকাশ্যে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের প্রশংসা করেছিলেন। তাঁরই (অর্পিতা মুখোপাধ্যায়) বাড়ি থেকে ইডি অন্তত ২০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। মমতা তাঁর সম্পর্কে জানতেন এবং তিনি যে ‘ভালো কাজ’ করেন তাও জানতেন। ভুল করবেন না, পার্থ নিজের ইচ্ছায় প্রতারণা করছিলেন না…'