Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) প্রচার শুরু করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার কৃষ্ণনগরের (Krishnanagar) ধুবুলিয়া মাঠে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের (Mahua Moitra ) সমর্থনে নির্বাচনী সভায় স্বভাবসিদ্ধ ঢঙেই ঝাঝাঁলো আক্রমণ শানালেন বিরোধীদের। বাংলা তথা দেশ থেকে BJP-কে তাড়ানোর অঙ্গীকার তৃণমূলনেত্রীর। সেই সঙ্গে লোকসভা ভোটে (Lok Sabha Polls 2024) দলের ফল ভালো হলেই মিষ্টি খাওয়ানোরও প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায়ের।
Advertisment
রাজনৈতিক উদ্দেশ্যেই বিরোধী দলগুলি বিশেষ করে তৃণমূলের উপর লাগাতার কেন্দ্র আক্রমণ চালিয়ে যাচ্ছে বলে এদিন ফের একবার অভিযোগ তৃণমূল সুপ্রিমোর। এপ্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "কেউ ১০০ কোটি টাকার দুর্নীতি করলেও BJP-র ওয়াশিং মেশিনে গিয়ে সাদা হয়ে যাচ্ছে। দেশে CBI-ED-আয়করের রাজ চলছে। রোজ তৃণমূল নেতাদের বাড়িতে সিবিআই, ইডি, আয়কর পাঠাচ্ছে।"
কৃষ্ণনগরে এবারেও তৃণমূলের বাজি মহুয়া মৈত্র। দলীয় প্রার্থীকে জেতানোর আবেদন করে মহুয়ার প্রতিপক্ষ BJP প্রার্থী কৃষ্ণনগর রাজ পরিবারের সদস্যা তথা 'রাজমাতা' বলে পরিচিত অমৃতা রায়কেও তুলোধনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, "কীসের রাজমাতা? মহুয়ার বিরুদ্ধে যাকে দাঁড় করিয়েছে তাঁর পরিবারের ইতিহাস ভুলে গেছেন? ইংরেজদের সাহায্য করে ভারতের স্বাধীনতা বিসর্জন দিতে চেয়েছিলেন ওওরা। মোদীবাবু ইতিহাস জানেন না।"
এরই পাশাপাশি দেশজুড়ে CAA বিজ্ঞপ্তি জারি ইস্যুতে ফের একবার কেন্দ্রের BJP নেতৃত্বাধীন সরকারকে একহাত নিয়েছেন তৃণমূলনেত্রী। তাঁর কথায়, "সংখ্যালঘুদের বিজেপি মানুষ বলেই মনে করে না। CAA করলেই NRC-র আওতায় পড়ে যাবেন। সিএএ আবেদন করলেই নাগরিকত্ব কেড়ে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। ভালো থাকতে হলে তৃণমূল ছাড়া বিকল্প নেই। মতুয়ারা আমার উপর বিশ্বাস রাখুন, নাগরিকত্ব কেড়ে নিতে দেব না।"
এছাড়াও এদিন ফের একবার বিজেপিকে দাঙ্গাবাজদের দল বলেও তোপ দেগেছেন তৃণমূলনেত্রী। সেই সঙ্গে এদিন কৃষ্ণনগরের ধুবুলিয়া মাঠে জনসভার একেবারে শেষে মিষ্টি খাওয়ানোর কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আমরা যদি ভালো রেজাল্ট করি, তাহলে এই কৃষ্ণনগরের ধুবুলিয়া মাঠে এসে আপনাদের মিষ্টি খাইয়ে দিয়ে যাব।"