Advertisment

Mamata Banerjee: 'বলেছিলাম ডবল ইঞ্জিন দাও, সিঙ্গল ইঞ্জিন দিও না', এবার কেন একথা মমতার মুখেই?

Mamata Banerjee Cooch Behar Rally: একটানা বেশ কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়িতে ঝড়ের খবর পেয়ে সেই রাতেই ছুটে গিয়েছিলেন তিনি। ক্ষতিগ্রস্তদের উদ্ধারকাজের সরেজমিনে তদারকি করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। গভীর রাতে হাসপাতালে গিয়ে দেখা করেছেন আহতদের সঙ্গেও। তারপর থেকে উত্তরবঙ্গেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মাথাভাঙার গুমানির হাটে কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বাসুনিয়ার সমর্থনে সভা করেছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee lok sabha polls 2024 Cooch Behar Mathabhanga Rally

Mamata Banerjee: তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Lok Sabha Election 2024-Mamata Banerjee: কোচবিহারে (Cooch Behar) নির্বাচনী জনসভায় BJP-কে অলআউট আক্রমণে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে এর মধ্যেই তৃণমূলনেত্রীর মুখে শোনা গেল BJP-র 'ডাবল ইঞ্জিন' প্রসঙ্গও। যদিও তড়িঘড়ি মন্তব্যের ব্যাখ্যাও দিতে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।

Advertisment

ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী?

"কোচবিহার বিমানবন্দরে আমরা ৩০০ কোটি টাকা খরচ করেছি। আর বাবু একটি বিমান নিয়ে নেমে গেলেন। বাহ-বাহ। আমরা বলেছিলাম, ডাবল ইঞ্জিন দাও। সিঙ্গল ইঞ্জিন দিও না। কারণ, ওতে মানুষের জীবন রক্ষা পায় না। এখন সিঙ্গল ইঞ্জিন চলে না। ডাবল ইঞ্জিন চলে।"

বিতর্ক বাড়তে পারে বুঝেই তড়িঘড়ি উপরোক্ত মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে এরপর তৃণমূলনেত্রী বলেন, "ওটা BJP-র ডাবল ইঞ্জিন নয়। মিথ্যা কথার ডাবল ইঞ্জিন নয়। ওটা প্লেনের ডাবল ইঞ্জিনের কথা বলছি আমি।"

কোচবিহারের মাথাভাঙার গুমানি হাটে এদিন দলের প্রার্থী জগদীশ চন্দ্র বাসুনিয়ার (Jagadish Chandra Basunia) সমর্থনে সভা করেন তৃণমূলনেত্রী। কোচবিহারে এবারেও BJP-র প্রার্থী কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। এদিন নিশীথ প্রামাণিককেও বেনজির আক্রমণ শানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে একাধিক মামলা রুজু রয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- Mamata Banerjee: মোদী নয়, কোচবিহারের প্রচারের শুরুতে মমতার নিশানায় বিজেপির দক্ষিণবঙ্গের এক দাপুটে প্রার্থী!

এরই পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নিশানা করেছেন কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার তথা এবারের লোকসভা নির্বাচনে বীরভূমের (Birbhum) BJP প্রার্থী দেবাশিস ধরকে (Debasish Dhar)। শীতলকুচিতে (Sitalkuchi) এর আগেরবার নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৫ জনের মৃত্যু হয়েছিল। সেই সময় কোচবিহারের (Cooch Behar) পুলিশ সুপার ছিলেন বর্তমানে বীরভূমের প্রার্থী।

সেই দেবাশিস ধরকে আক্রমণ শানিয়ে এদিন তৃণমূলনেত্রী বলেন, "শীতলকুচিতে ভোটের লাইনে দাঁড়ানো ৫ জনকে গুলি করে মেরেছিল। ভোট চলাকালীন এসেছিলাম, পাশে দাঁড়িয়েছিলাম। কোচবিহারের তৎকলাীন এসপিকেই বিজেপি বীরভূমে প্রার্থী করেছে। শীতলকুচিতে গুলি চালিয়ে হাতের রক্ত মোছেনি। এখন বীরভূমে গিয়ে দাঁড়িয়েছে।"

tmc Mamata Banerjee Cooch Behar loksabha election 2024
Advertisment