Advertisment

মালবাজারে হড়পা বানে বিপর্যয়: নিহতদের পরিবারে একজনের চাকরি, উদ্ধারকারীদের ১ লাখ করে পুরস্কার মমতার

সোমবার নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর আশ্বাস, ‘এই কেসের তদন্ত শুরু হয়েছে। কেউ দোষী হলে তারা শাস্তি পাবেই।’

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee malbazar one persons job in the family of victims 1 lakh reward for rescuers

উদ্ধারকারীদের হাতে আর্থিক পুরস্কার ও সহাসিকতার সংশাপত্র তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী।

দশমীর রাতে মালবাজারের বিসর্জন বিপর্যয়ের ঘটনায় উদ্ধারকারীদের প্রশংসাপত্র ও ২ লাখ টাকা আর্থিক পুরস্কার দিলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও, সিভিক ভলেন্টিয়ারেও তাঁদের চাকরির প্রস্তাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্ধারকারী ৭ জনকে মঞ্চে ডেকে নেন মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকেই এঁদের প্রশংসা করেন তিনি। উদ্ধারকারীদের কে কী কাজ বর্তমানে করেন তা জিজ্ঞাসা করেন। সরকারি প্রস্তাব তিন উদ্ধারকারী গ্রহণ করেছেন। বাকিরা যে যা কাজ করেন তাই করতেই মুখ্যমন্ত্রীর সামনে আগ্রহ প্রকাশ করেছেন।

Advertisment

মঙ্গলবার মালবাজারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ বিদ্যাভবন স্কুলে প্রশাসনিক বৈঠক করছেন। সেখানেই হড়পা বানে মৃতদের পরিবারের একজনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। নিহতদের পরিবারের একজন করে সদস্যকে পুলিশের কনস্টেবল পদে বা সরকারি গ্রুপ 'সি' পদে চাকরি দেওয়া হয়েছে।

এছাড়া, আলিপুরদুয়ারের রাভা সম্প্রদায়ের একটি নৃত্য দলের ৫৩ জনকে সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে আগেই এই নাচের দলের সদস্যরা চাকরির অনুরোধ করেছিলেন। সেই ভিত্তিতেই তাঁদের চাকরিদান বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর আশ্বাস, ‘এই কেসের তদন্ত শুরু হয়েছে। কেউ দোষী হলে তারা শাস্তি পাবেই।’

মালবাজারে ভালো থাকার জায়গা নেই বলেও আক্ষেপ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ‘মালবাজারে থাকার তেমন একটা জায়গা নেই। জলপাইগুড়ির আর্কিটেকচার সুন্দর। টাকা কম খরচ করে থাকার সুন্দর জায়গা তৈরি করতে হবে।’

Mamata Banerjee Alipurduar Mamata Government
Advertisment