Advertisment

Sandeshkhali: মিছিলে হাঁটলেন, মিষ্টি সন্দেশ দিলেন, 'দিদির পাশেই' সন্দেশখালির মহিলারা

Mamata Banerjee On Sandeshkhali Case: তৃণমূল নেতাদের বিরুদ্ধে সন্দেশখালিতে সম্মানহানির অভিযোগ উঠেছে। লাঠি, ঝাঁটা হতে গর্জে উঠেছিলেন সেখানকার মহিলারা। কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবিযুক্ত নেতাদের বিরুদ্ধে কোনও পদক্ষপ করছেন না সেই প্রশ্নও তোলেন তাঁরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee Marches With Sandeshkhali Women , মিছিলে হাঁটলেন, মিষ্টি সন্দেশ দিলেন, 'দিদির পাশেই' সন্দেশখালির মহিলারা

TMC: ধর্মতলার মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সন্দেশখালির মহিলাদের একাংশ। ছবি- পার্থ পাল

Mamata On Sandeshkhali Case: সন্দেশখালির ঘটনা 'লজ্জায় মাথা নত করে দেয়' বলে বুধবার বারাসতে তোপ দেগেছিলেন প্রধানমন্ত্রী। দাবি করেছেন, গোটা বাংলায় 'সন্দেশখালি ঝড় উঠবে।' আর বৃহস্পতিবার 'নারী সুরক্ষা' ইস্যুতে পাল্টা গেরুয়া বাহিনীকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'নারী দিবস'কে কেন্দ্র করে তৃণমূলের মিছিলে মুখ খুলেছেন সন্দেশখালির ঘটনা নিয়ে। এদিন কলকাতার রাজপথে মুখ্যমন্ত্রী সঙ্গেই মিছিলে পা মিলিয়েছেন সন্দেশখালির মহিলাদের একাংশ। জানা গিয়েছে, 'দিদি'র হাতে সন্দেশও তুলে দিয়েছেন তাঁরা।

Advertisment

মিছিল শেষে ডোরিনা ক্রসিংয়ের সভায় বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন মমতা। গেরুয়া শিবিরের কাছে তাঁর প্রশ্ন, ' তৃণমূলকে কেস দাও, ইডি লাগাও সিবিআই লাগাও জেলে ভরে দাও। আর জোর করে ভোটে জেতো। আমি বলি বাংলা নিয়ে এত গুস্সা কেন? ইতনা গুস্সা কিউ হ্যয়? বদনাম করেন কেন?'

আরও পড়ুন- Mamata Banerjee: ‘বিচারকের চেয়ারে বসে বিজেপি যোগ! মুখোশ বেরিয়ে গেছে’, অভিজিৎকে নিশানা মমতার

সন্দেশখালি ইস্যুতে মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা, 'সন্দেশখালি নিয়ে অনেকে ভুয়ো সন্দেশও দিয়েছেন। সন্দেশ মানে হিন্দিতে বলে সংবাদ। যেভাবে কয়েকটা ঘটনা নিয়ে…। হতেই পারে। হাতের পাঁচটা আঙুল তো সমান নয়। কিছু কিছু জায়গায় অনেক সময় আমাদের নলেজে থাকে না। যদি কোনও কিছু অন্যায় হয়েও থাকে সঙ্গে সঙ্গে আমাদের নলেজে এলে অ্যাকশন নিই। তৃণমূলের কর্মীদের গ্রেফতার করতে কার্পণ্য বোধ করি না।'

publive-image
দলের সাংসদ, বিধায়ক ও নেত্রীদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি- পার্থ পাল

এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ, 'কালকেও বিজেপি নেতারা বলে গেলেন এখানে মহিলারা নাকি সবথেকে বেশি নির্যাতিত হন। আমি চ্যালেঞ্জ করে বলছি এখানে মহিলারা সেফ এবং সেফেস্ট স্টেট।' বিজেপি বা তাদের সহযোগী দল পরিচালিত রাজ্য সরকারের বিরুদ্ধে আঙুল ওটান মমতা। বলেন, 'বিহারে বিচার হয় না, ইউপিতে বিচার হয় না, রাজস্থানে বিচার হয় না। মণিপুরে মহিলারা জ্বলছিল, নেকেড প্যারেড হচ্ছিল কোথায় ছিলেন বিজেপি নেতারা? আপনারা নারী সম্মানের কথা বলেন, সাক্ষী জলজ্যান্ত প্রমাণ। একজন বক্সার।'

আরও পড়ুন- BJP MLA: বুধে পদ্মে তাপস, লক্ষ্মীবারে জোড়াফুলে বিজেপির মতুয়া বিধায়ক, কৌশলী চাল তৃণমূলের!

মুখ্যমন্ত্রীর দাবি, 'বাংলা জাগ্রত। কিছু হলে মহিলারা তেড়েফুঁড়ে বলেন। এটা আমার ভাল লাগে। বাংলা প্রতিবাদ, প্রতিরোধ করতে জানে। তাই এত রাগ।'

উল্লেখ্য, তৃণমূল নেতাদের বিরুদ্ধে সন্দেশখালিতে সম্মানহানির অভিযোগ উঠেছে। লাঠি, ঝাঁটা হতে গর্জে উঠেছিলেন সেখানকার মহিলারা। কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবিযুক্ত নেতাদের বিরুদ্ধে কোনও পদক্ষপ করছেন না সেই প্রশ্নও তোলেন তাঁরা। শেষপর্যন্ত গ্রেফতার করা হয় অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহানকে। গারদে তার সহযোগী শিবু হাজরা। জামিনে মুক্ত শাহজাহানের আরেক সাগরেদ তথা তৃণমূল নেতা উত্তম সরকার।

Mamata Banerjee Women's Day Sandeshkhali
Advertisment