Advertisment

Mamata-Ananta Maharaj: অনন্ত মহারাজের বাড়িতে মমতা, বিজেপি সাংসদের সঙ্গে কী নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর?

এদিন মমতাকে অভ্যর্থনার জন্য প্রাসাদের বাইরেই অপেক্ষা করছিলেন অনন্ত মহারাজ। মুখ্যমন্ত্রী আসতেই তাঁর গলায় রাজবংশী উত্তরীয় পরিয়ে, ঐতিহ্যবাহী গুয়াপান তুলে দেন অনন্ত। এরপর মমতা চলে যান তাঁর বাড়ির ভিতরে। এবারে লোকসভা নির্বাচনে কোচবিহার আসনটি বিজেপির হাত থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে হারিয়ে দিয়েছেন তৃণমূলের বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়া। তাই মমতার কোচবিহার সফর এবার বেশ তাৎপর্যপূর্ণ।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee, Ananta Maharaj

Mamata Banerjee meets BJP MP Ananta Maharaj: কোচবিহারে মদনমোহন মন্দিরে পুজো দিয়েই অনন্ত মহারাজের বাসভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee meets BJP MP Ananta Maharaj: কোচবিহারে মদনমোহন মন্দিরে পুজো দিয়েই অনন্ত মহারাজের বাসভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ায় সন্ধেয় উত্তরবঙ্গে যান মুখ্যমন্ত্রী। সেখানে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন মমতা। খোঁজখবর নেন তাঁদের সমস্যার। মঙ্গলবার সকালে মদনমোহন মন্দিরে পুজো দিয়েই সোজা অনন্ত মহারাজের প্রাসাদে চলে যায় মমতার কনভয়। সেখানে গিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী।

Advertisment

এদিন মমতাকে অভ্যর্থনার জন্য প্রাসাদের বাইরেই অপেক্ষা করছিলেন অনন্ত মহারাজ। মুখ্যমন্ত্রী আসতেই তাঁর গলায় রাজবংশী উত্তরীয় পরিয়ে, ঐতিহ্যবাহী গুয়াপান তুলে দেন অনন্ত। এরপর মমতা চলে যান তাঁর বাড়ির ভিতরে। এবারে লোকসভা নির্বাচনে কোচবিহার আসনটি বিজেপির হাত থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে হারিয়ে দিয়েছেন তৃণমূলের বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়া। তাই মমতার কোচবিহার সফর এবার বেশ তাৎপর্যপূর্ণ।

নির্বাচনে প্রার্থী ঘোষণার পর থেকেই দলের প্রতি অসন্তোষ প্রকাশ করেন বিজেপি সাংসদ অনন্ত। নিশীথকে প্রার্থী করা নিয়ে তিনি দলের রাজ্য নেতৃত্বের সমালোচনা করেছিলেন। তা নিয়ে অস্বস্তি বেড়েছিল গেরুয়া শিবিরের। আর অনন্তের সেই ক্ষোভেই ভোটবাক্সে প্রতিফলিত হয়েছে বিজেপির বিরুদ্ধে। রাজনৈতিক মহলের মতে, কোচবিহারে নিশীথের হার তারই ফলশ্রুতি।

আরও পড়ুন BJP: দলের ‘আক্রান্ত’, ‘ঘরছাড়া’দের খোঁজ নিতে গিয়ে ফ্যাসাদে! BJP-র কেন্দ্রীয় দলকে ঘিরেই তুমুল বিক্ষোভ

ভোটের ফল বিশ্লেষণ করে দেখা যায়, তৃণমূলের পক্ষে থাকা বংশীবদন বর্মণের অনুগামী রাজবংশী ভোট তৃণমূলে গিয়েছে তো বটেই, এমনকি অনন্তের তরফের ভোটেও থাবা বসিয়েছে তৃণমূল। এই প্রেক্ষিতে এ বার অনন্তের বাড়িতে পৌঁছে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সম্প্রতি গ্রেটার কোচবিহার পৃথক রাজ্যের দাবি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে অনন্তের বৈঠক ফলপ্রসু হয়নি। তাই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ছিল অনন্ত মহারাজের। মঙ্গলবার মুখ্যমন্ত্রী খোদ অনন্তের বাড়ি যাওয়ায় তৃণমূলের সঙ্গে রাজবংশী নেতার নয়া সমীকরণ সামনে এল বলে মনে করা হচ্ছে।

tmc bjp Mamata Banerjee West Bengal Cooch Behar
Advertisment