Advertisment

মালবাজারে হড়পা বানে নিহতদের বাড়িতে মুখ্যমন্ত্রী, স্বজনহারাদের সঙ্গে কথা বললেন মমতা

প্রশাসনিক স্তর থেকে স্থানীয় মানুষ, বিপর্যয় মোকাবিলা বাহিনী রাতভর উদ্ধার কাজ করেছেন, বললেন মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
Jalpaiguri,Malbazar Update,Malbazar,Mamata Banerjee,West Bengal,জেলার খবর, মমতা বন্দ্যোপাধ্যায়

স্বজনহারাদের পাশে থাকার আশ্বাস দেন মমতা।

এবছর বিজয়া দশমীর রাতে মাল নদীতে প্রতিমা বিসর্জনের সময় হড়পা বানে মৃত্যু হয় ৮ জনের। ঘটনার ১২ দিন পর মালবাজারের স্বজনহারাদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বললেন তাঁদের সঙ্গে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী-সহ প্রশাসনিক আধিকারিকরা।

Advertisment

মালবাজারে নিহতদের বাড়িতে গিয়ে স্বজনহারাদের পাশে থাকার আশ্বাস দেন মমতা। পরিজনদের অভাব-অভিযোগ শোনেন তিনি। প্রথমে তিনি যান নিহত তপন অধিকারীর বাড়িতে। পরে মমতা বন্দ্যোপাধ্যায় যান আরও একজন নিহতের বাড়িতে।

মুখ্যমন্ত্রী বেরিয়ে বলেন, প্রশাসনিক স্তর থেকে স্থানীয় মানুষ, বিপর্যয় মোকাবিলা বাহিনী রাতভর উদ্ধার কাজ করেছেন। তাই ৪৫০ জনকে বাঁচানো গিয়েছে। আমি তাঁদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এইভাবে পাড়ার ছেলেমেয়েরা এগিয়ে এলে আমরা প্রাণ রক্ষা করতে পারি।

Jalpaiguri,Malbazar Update,Malbazar,Mamata Banerjee,West Bengal,জেলার খবর, মমতা বন্দ্যোপাধ্যায়
স্বজনহারাদের পাশে থাকার আশ্বাস দেন মমতা।

প্রসঙ্গত, বিজয়া দশমীর দিন মাল নদীতে ডুয়ার্সের বিভিন্ন এলাকা থেকে দুর্গা প্রতিমা বিসর্জন করতে নিয়ে যাওয়া হয়েছিল। আচমকাই মাল নদীতে হড়পা বান নামে। জলের তোড়ে ভেসে যান অনেকে। ৮ জনের মৃত্যু হয়েছে ওই বিপর্যয়ের জেরে। আগেই মৃতদের পরিবারগুলিকে আর্থিক ক্ষতিপূরণ দিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। এবার সরাসরি শোকগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন ‘সবই কুম্ভীরাশ্রু’! সৌরভ ইস্যুতে ‘দিদি’কে তুলোধনা শুভেন্দুর

এদিকে, আগামী বুধবার অর্থাৎ ১৯ অক্টোবর শিলিগুড়িতে যাবেন মুখ্যমন্ত্রী। কাওয়াখালিতে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যেপাধ্যায়ের উপস্থিতিতে ওই বিজয়া সম্মিলনীতে এলাহি আয়োজন করা হচ্ছে বলে সূত্রের খর। রাজকীয় আয়োজনে এই বিজয়া সম্মিলনী ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

আরও পড়ুন দাদা’র সমর্থনে চালিয়ে ব্যাট দিদি’র, তারপরই বললেন- ‘যেন রাজনীতি না হয়’, শুরু তরজা

সরকারি টাকায় এই এলাহি আয়োজন হচ্ছে বলে অভিযোগ এনে শোরগোল ফেলে দিয়েছে বিরোধীরা। জানা গিয়েছে, শিলিগুড়িতে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই বিজয়া সম্মিলিনীর অনুষ্ঠানে উত্তরবঙ্গের একাধিক জেলার বড় ক্লাবগুলিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Mamata Banerjee Jalpaiguri West Bengal Flash Flood Dooars
Advertisment