Advertisment

Mamata Banerjee: বাংলায় বিপুল বিনিয়োগের সম্ভাবনা উজ্বল! বিড়লা-কর্তাকে বিরাট আশ্বাস মুখ্যমন্ত্রীর!

Mamata Banerjee: মঙ্গলবার নবান্নে আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লার সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক শেষে সোশ্যাল মিডিয়ায় বিড়লা কর্তার সঙ্গে ছবি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করতে আবারও আগ্রহী হয়েছে আদিত্য বিড়লা গ্রুপ তাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee meets with Kumar Mangalam Birla at nabanna, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক কুমারমঙ্গলম বিড়লা, কুমারমঙ্গলম বিড়লা, মমতা ব্যানার্জি, নবান্ন, আদিত্য বিড়লা গ্রুপ

নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক কুমার মঙ্গলম বিড়লার।

Mamata Banerjee-Kumar Mangalam Birla: নবান্নে আদিত্য বিড়লা গ্রুপের (Aditya Birla Group) চেয়ারম্যান কুমারমঙ্গলম বিড়লার (Kumar Mangalam Birla) সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সেই বৈঠক শেষে সোশ্যাল মিডিয়ায় বিড়লা কর্তার সঙ্গে ছবি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান-সহ আরও একাধিক ক্ষেত্রে বিনিয়োগের আশ্বাস বিড়লা কর্তার।

Advertisment

আবারও রাজ্যে বিনিয়োগের সম্ভাবনা প্রবল। এবার রাজ্যে আবারও বিনিয়োগ করতে পারে আদিত্য বিড়লা গ্রুপ। মঙ্গলবার নবান্নে (Nabanna) আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লার সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই বৈঠক প্রসঙ্গে তাঁর X হ্যান্ডলে মুখ্যমন্ত্রী এদিন লিখেছেন, "আদিত্য বিড়লা গোষ্ঠীর চেয়ারম্যান মিঃ কুমার মঙ্গলম বিড়লা নবান্নে আমার সাথে দেখা করলেন। এটি একটি সৌজন্যমূলক সাক্ষাৎ। তিনি আমার সাথে বাংলায় ব্যবসার সুযোগ এবং এখানে তাদের বিনিয়োগের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছিলেন। সিমেন্ট এবং রং উৎপাদনের মতো বিভিন্ন খাতে তাঁদের ৫ হাজার কোটি টাকার প্রকল্প রয়েছে। তাঁরা শহরে একটি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা করছে এবং নতুন বিনিয়োগের জন্য তাঁদের অন্যান্য পরিকল্পনাও রয়েছে। আমরা এই সমস্ত আলোচনা করেছি এবং আমি তাঁকে আমাদের সমর্থনের আশ্বাস দিয়েছি।"

আরও পড়ুন- Rahool-Federation Conflict: মুখ্যমন্ত্রী আসরে নামতেই তালগোল পাকানো জট নিমেষে আলগা! বুধেই ছন্দে টলিপাড়া?

আরও পড়ুন- Kolkata Metro: মেট্রোযাত্রীদের জন্য বাম্পার আনন্দের খবর! পাতালপথে যাত্রা এবার জমে ক্ষীর!

উল্লেখ্য, রাজ্যে বিনিয়োগ আনতে এর আগেও একাধিক পদক্ষেপ করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিনিয়োগ টানার লক্ষ্য নিয়ে বিদেশেও ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে শিল্প স্থাপনের লক্ষ্যে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন করে রাজ্য সরকার। সেখানেও দেশ তথা বিদেশ থেকে তাবড় শিল্পপতিরা এসে যোগ দেন। এবার নবান্নে বিড়লা কর্তার সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বৈঠক ঘিরেও নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

Mamata Banerjee Kumar Mangalam Birla Nabanna
Advertisment