Advertisment

২০ লক্ষ কোটির পাল্টা মমতার দূরন্ত বৈপ্লবিক কর্মসূচি!

''দুর্যোগ আসবে, চলে যাবে, তা বলে তো উৎসব থেমে থাকবে না। ভেবেছিলাম পারব না। তবুও আমরা সিদ্ধান্ত নিয়েছি...দুর্দশার মধ্য়েও আশা আলো জাগানোর চেষ্টা করছি''।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata, মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

করোনা আবহে কেন্দ্রের 'আত্মনির্ভর ভারত অভিযান' আর্থিক প্যাকেজের পাল্টা বাংলায় 'দূরন্ত বৈপ্লবিক কর্মসূচি' ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সাংবাদিক বৈঠকের পরই রাজ্যে ''দূরন্ত বৈপ্লবিক কর্মসূচি'র মাধ্যমে একাধিক প্রকল্প ঘোষণা করলেন মমতা। পাশাপাশি গতবারের তুলনায় এবার উৎসব অ্যাডহক বোনাসের পরিমাণ বাড়ানোর কথাও ঘোষণা করছেন তিনি।

Advertisment

মমতার 'দূরন্ত বৈপ্লবিক কর্মসূচি' কী?

*১০ লক্ষ বাড়ি তৈরির সিদ্ধান্ত গ্রাম বাংলায়।

*৫০ হাজার একর জমিতে 'মাটির সৃষ্টি' নামের পরিবেশবান্ধব প্রকল্প চালু হতে চলেছে।

*লকডাউনের পর কার্যকরী ভবিষ্যৎ পরিকল্পনা স্ট্র্যাটেজি জানার জন্য সব জেলায় বিশেষ সমীক্ষা করা হবে, যা দেশে প্রথম।

আরও পড়ুন: ‘২০ লক্ষ কোটির প্য়াকেজ বিগ জিরো, অশ্বডিম্ব’, তীব্র কটাক্ষ মমতার

এছাড়াও আর যা ঘোষণা করলেন মমতা...

*২০২০-২১ সালে উৎসব অ্যাডহক বোনাস ৪০০০ টাকা থেকে ২০০ টাকা বাড়িয়ে ৪, ২০০ টাকা করা হল।

*স্যালারি সেলিং ফর এলিজিবিলিটি ফর গেটিং বোনাস ৩০ হাজার থেকে ৩৪ হাজার ২৫০ টাকা করা হল।

* উৎসব অ্যাডভান্স এবার ৮ হাজার থেকে বেড়ে ১০ হাজার টাকা হল। স্যালারি সেলিং ৩৪ হাজার ২৫০ টাকা থেকে ৪১ হাজার ১০০ টাকা বাড়ানো হল।

এ প্রসঙ্গে এদিন মমতা বলেন, ''দুর্যোগ আসবে, চলে যাবে, তা বলে তো উৎসব থেমে থাকবে না। ভেবেছিলাম পারব না। তবুও আমরা সিদ্ধান্ত নিয়েছি...দুর্দশার মধ্যেও আশার আলো জাগানোর চেষ্টা করছি''।

অন্যদিকে, মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে 'আত্মনির্ভর ভারত' গড়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ প্রসঙ্গে কটাক্ষের সুরে মমতা বলেন, ''মুখে আমরা বলি না, আত্মনির্ভর হয়েছি, কাজে প্রমাণ দিয়ে''।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee
Advertisment