scorecardresearch

বাংলার বকেয়া নিয়ে মোদীর বিরুদ্ধে কড়া কথায় নারাজ! মমতার হল কী?

এর আগেও মোদীর বিরুদ্ধে কিছুটা নরম শব্দ প্রয়োগ করেছলেন মমতা। যা নিয়ে বিরোধী দলগুলো ‘সেটিং তত্ত্ব’ খাড়া করে।

who will gain and who will lose ibn bengal panchayat vote after central budget 2023,
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা।

১০০ দিনের কাজ প্রকল্পে কেন্দ্র টাকা দেয়নি, বহুদিনের অভিযোগ নবান্নের। সোচ্চার তৃণমূল। রাজ্যের তরফে কেন্দ্রীয়স্তরে একাধিক চিঠিতেও কাজ হয়নি বলে দাবি করা হয়েছে। খোদ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে, দেখা করে সমস্যা সমাধানের কথা বললেও সমাধান হয়নি। অর্থাৎ, টাকা আসেনি রাজ্যের কোষাগারে। সোমবার দলীয় কর্মীসম্মেলনে ‘দিদির রক্ষাকবচ’ কর্মসূচির সূচনা করে যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এ নিয়ে কিছু বলতে চাননি বাংলার মুখ্যমন্ত্রী।

এখনও ৬ হাজার কোটি টাকা ১০০ দিনের কাজ প্রকল্পে রাজ্য সরকার কেন্দ্রের থেকে বকেয়া রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। বলেন, ‘দেরি করে টাকা পাঠালে পরিকল্পনা তৈরি ও তার বাস্তবায়ন করতে সমস্যা হয়। যারা ১০০ দিনের কাজ করছেন তাঁদের টাকাও দেওয়া হয়নি আর পরে কাজও দেওয়া হয়নি। এটা অন্যায়, এটা সংবিধান বিরোধী। টাকা না পাঠালেও আমার নিজেরা টাকা খরচ করেছি। আমি তিনবার দেখা করেছি প্রধানমন্ত্রীর সঙ্গে। ছয় হাজার কোটি টাকা বকেয়া রয়েছে, এ কথা জানিয়েছি। সেদিন গঙ্গা মিশন নিয়ে বৈঠকেও প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি।’

তারপরই সৌজন্যের সুরে মুখ্যমন্ত্রী বলেন, ‘কিন্তু, এখন আমি কিছু বলব না। কারণ প্রধানমন্ত্রীর মা মারা গিয়েছেন। এটা তাঁর ব্যক্তিগত শোকের সময়। ফলে এখনই এই নিয়ে কিছু বলতে চাইছি না।’

আরও পড়ুন- দুর্নীতির অভিযোগে জর্জরিত তৃণমূল, মমতা সূচনা করলেন ‘দিদির সুরক্ষাকবচ’

গত শুক্রবারই প্রয়াত হয়েছেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদী। তারপরও কর্তব্যে অবিচল থেকে ভার্চুয়াল পদ্ধতিতে বাংলার প্রথম বন্দে ভারত ট্রেন যাত্রার সূচনা করেন নরেন্দ্র মোদী। হাওড়া স্টেশনে ট্রেন উদ্বোধন অনুষ্ঠান থেকেই নিজের বক্তব্যে প্রধানমন্ত্রীকে সমবেদনা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, ‘ব্যক্তিগত জীবনে এতবড় ক্ষতি সত্ত্বেও আপনি বাংলার জন্য ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার পরিবারকে সমবেদনা জানানোর ভাষা নেই আমার। মায়ের কোনও বিকল্প হতে পারে না। আপনার মা, আমারও মা। এটা আপনার জন্য খুবই দুঃখের দিন। এই শোক কাটিয়ে উঠতে ঈশ্বর আপনাকে শক্তি দিক। আপনি সবেমাত্র মায়ের শেষকৃত্য সেরে এসেছেন। একটু বিশ্রাম নিন।’

এই প্রথম নয়। এর আগেও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নরম শব্দ প্রয়োগ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। গত সেপ্টেম্বরে বিধানসভায় কেন্দ্রীয় সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্নে বিজেপির ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন। তবে তাতে মোদীর কোনও ভূমিকা আছে বলে মানতে চাননি তিনি। মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী এ সব করেছেন বলে বিশ্বাস করি না। প্রধানমন্ত্রীকে কিছু বলতে চাই না। তবে প্রধানমন্ত্রী আপনি এদের সামলান। আপনাকে এখানে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করতে বলেন এঁরা।’ মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে ‘সেটিং তত্ত্ব’ তুলে ধরেছে বাম-কংগ্রেস।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Mamata banerjee not want to say any harsh words against pm modi for 100 days work pending money