Advertisment

মমতার শপথে আমন্ত্রিতের তালিকা 'হেভিওয়েট'! বিশেষ অতিথি থাকছেন কারা?

বুধবার মুখ্যমন্ত্রী হিসাবে তৃতীয়বারের জন্য শপথগ্রহণ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছে বিশিষ্টদের নাম।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata's photo covid vaccine

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রবিবারই শেষ হয়েছে 'খেলা'। নির্বাচনী লড়াইয়ে বাংলার রায়ে জিতেছে 'বাংলার মেয়ে'। বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে তৃতীয়বারের জন্য শপথগ্রহণ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছে বিশিষ্টদের নাম।

Advertisment

কোভিড আবহে এই অনুষ্ঠান হবে আড়ম্বরহীন। তৃণমূল সুপ্রিমো একাই এদিন শপথ নেবেন। কোভিড আবহের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। বুধবার সকাল পৌনে ১১টা নাগাদ রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে শপথ নেবেন মমতা।

অতিথি তালিকায় রয়েছে বিরোধী শিবিরের নেতাদের নামও। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিধানসভার বিরোধী নেতা আব্দুল মান্নান, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীদের রাজনৈতিক সৌজন্য মেনেই আমন্ত্রণ পত্র পাঠানো হবে বলে তৃণমূল সূত্রের খবর।

আরও পড়ুন, শুধু নির্বাচন নয়, ব্যক্তিত্বের লড়াইয়েও জিতলেন মমতাই!

এছাড়াও, আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। নির্বাচনী প্রাক্কালে সৌরভের বিজেপি-যোগ ঘিরে নানা গুঞ্জন আসে। বিজেপি ক্ষমতায় আসলে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সৌরভের নাম শোনা যায়। অমিত শাহের সঙ্গে তাঁর সখ্যতা নিয়েও রাজনৈতিক মহলে চর্চা চলে। যদিও এর কোনওটিতেই সায় দেননি 'প্রিন্স অফ ক্যালকাটা'। তবে মমতার শপথ তালিকায় মহারাজের নাম থাকাকে তাৎপর্যপূর্ণই মনে করা হচ্ছে।

অন্যদিকে, এই অনুষ্ঠানে থাকার কথা তৃণমূলের একাধিক নেতা-নেত্রীর। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোটকুশলী প্রশান্ত কিশোর (পিকে), পুর প্রশাসক ফিরহাদ হাকিম, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, বিদায়ী মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী-সহ আরও নেতাদের নাম রয়েছে তালিকায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Prashant Kishore abhishek banerjee West Bengal Buddhadeb Bhattacharya dilip ghosh adhir choudhury Sourav Ganguly tmc Mamata Banerjee
Advertisment