scorecardresearch

‘কোটি কোটি ভারতবাসীর সঙ্গে ধোঁকা’, ২ হাজারের নোট বাতিল নিয়ে সোচ্চার মুখ্যমন্ত্রী

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বদলে নিতে হবে ২ হাজারের নোট।

Mamata banerjee on 2000 note ban by rbi
ফের নোটবন্দি নিয়ে সরব মুখ্যমন্ত্রী।

২০১৬ সালের ৮ নভেম্বরের স্মৃতি উসকে দিয়ে ফের একবার দেশে নোটবন্দির ঘোষণা। শুক্রবার সন্ধেয় আচমকা ২০০০ টাকার নোট বাতিলের ঘোষণা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। যদিও আপাতত ২ হাজারের নোট বৈধ থাকবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে কাছে থাকা ২ হাজারের নোট ব্যাঙ্কের শাখায় গিয়ে পাল্টে নিতে হবে নাগরিকদের। এদিকে, ফের এক দফায় নোটবন্দির মুখে দেশকে ফেলায় কেন্দ্রের চরম সমালোচনায় সোচ্চার বিরোধী রাজনৈতিক দলগুলি। মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায়ও মোদী সরকারের এই পদক্ষেপের তুমুল সমালোচনায় সরব হয়েছেন।

টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ”এটা ২০০০ টাকার ধামাকা নয় বরং কোটি কোটি ভারতবাসীর কাছে কোটি কোটি টাকার ধোঁকা। আমার প্রিয় ভাই ও বোনেরা জাগো। নোটবন্দির কারণে আমরা যে দুর্ভোগ সহ্য করেছি তা ভোলা যায় না। যাঁরা এই কষ্ট দিয়েছিলেন তাঁদের ক্ষমা করা উচিত নয়।”

উল্লেখ্য, শুক্রবার সন্ধেয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ২০০০ টাকার নোট বাতিল করা হবে। এই ২০০০ টাকার নোট মোদী সরকারের জমানাতেই রিজার্ভ ব্যাংক বাজারে ছেড়েছিল। এবার সেই রিজার্ভ ব্যাংকই জানিয়ে দিল, ২৩ মে থেকে নোট বদলানো যাবে। আপাতত আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ থাকবে ২০০০ টাকার নোট।

আরও পড়ুন- ফের নোটবাতিল, বাজার থেকে ২,০০০ টাকার নোট তুলে নিচ্ছে RBI

বাতিল ২,০০০ টাকার নোট একসঙ্গে কেবল ১০টি বদলানো যাবে বলেও জানিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাংক। ২,০০০ টাকার নোট জমা দিয়ে গ্রাহকরা পরিবর্তে ব্যাংকের শাখাগুলি থেকে অন্য নোট নিতে পারবেন। নতুন কর ২ হাজারের নোট ছাপানো বন্ধ করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Mamata banerjee on 2000 note ban by rbi