Bangladesh Unrest: অগ্নিগর্ভ বাংলাদেশ (Bangladesh Unrest)। প্রতিবেশী দেশের আগুনে পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। "বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের কথা মতো চলবে রাজ্য, প্ররোচনায় পা দেবেন না। আইন হাতে তুলে নেবেন না।" বাংলাদেশের অশান্ত পরিস্থিতি নিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অশান্তির আগুন জ্বলছে বাংলাদেশে। প্রতিবেশী দেশের জ্বলন্ত পরিস্থিতিতে দেশ ছেড়ে চলে গিয়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। বোন শেখ রেহানাকে নিয়ে বাংলাদেশ ছেড়েছেন হাসিনা। ভারতে এসে আশ্রয় নিয়েছেন হাসিনা। 'বাংলাদেশে আপাতত অন্তর্বতী সরকার', জাতির উদ্দেশ্যে ভাষণে এমনই জানিয়েছেন সে দেশের সেনাপ্রধান। বাংলাদেশের নাগরিকদের শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন সেনাপ্রধান।
এদিকে, বাংলাদেশের পরিস্থিতির দিকে গভীরভাবে নজর রাখছে ভারত সরকার। পড়শি দেশের এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বাংলাদেশ ইস্যুতে তিনি এদিন বলেছেন, "বাংলাদেশ ইস্যুতে কেন্দ্র যেভাবে বলবে সেভাবে চলবে রাজ্য। কোনও প্ররোচনায় পা দেবেন না। শান্তি বজায় রাখুন। উস্কানিমূলক মন্তব্য করবেন না। আইন হাতে তুলে নেবেন না।"
আরও পড়ুন- Bangladesh Unrest: অশান্তির স্রোত বাংলাদেশে, আপাতত অন্তর্বর্তী সরকার, পড়শি দেশের অশান্তি নিয়ে কী বলছে তৃণমূল?
আরও পড়ুন- Bangladesh Protests Live Updates: সেনা শাসনে বাংলাদেশ, দেশ ছেড়ে কোথায় পালালেন শেখ হাসিনা?
মুখ্যমন্ত্রী আরও বলেন, "আমি সব রাজনৈতিক নেতাদেরও আবেদন করছি, এমন কিছু করবেন না, যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট হয়। সব দলের নেতাদের বলব এটা দেশের ওপর ছেড়ে দিন। দেশে আমাদের সরকার আছে, তাদের উপর ছেড়ে দিন। বাংলাদেশের যে ঘটনা সেই ঘটনায় আমরা সবাই উদ্বিগ্ন। এমন কিছু করবেন না যাতে বাংলার শান্তি নষ্ট হতে পারে। ইতিমধ্যেই কয়েকজন বিজেপি নেতা কিছু পোস্ট করছেন, সেটা করা উচিত নয়।"
আরও পড়ুন- Bangladesh Protests: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের মন্তব্যে আহত, কী বললেন নোবেলজয়ী ইউনুস?