Advertisment

Mamata on Dakshineswar Skywalk: 'শরীরে রক্ত থাকতে দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙতে দেব না', কেন্দ্রের সঙ্গে সীমাহীন সংঘাতে মুখ্যমন্ত্রী

Dakshineswar Skywalk: এর আগেও নানা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছিল রাজ্য সরকার। কেন্দ্রের একাধিক পদক্ষেপ নিয়ে আপত্তি জানিয়েছিল রাজ্য। এবার দক্ষিণেশ্বর স্কাইওয়াক এবং আলিপুর বডিগার্ড লাইনসের জমি ইস্যুতে মেট্রোর চিঠিকে ঢাল করে কেন্দ্রকে তুমুল আক্রমণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থান ঘিরে রাজনৈতিক পারদও বেশ খানিকাটা চড়ে গেল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee on Dakshineswar Skywalk Alipore Body Guard Lines, মমতা ব্যানার্জি দক্ষিণেশ্বর স্কাইওয়াক, আলিপুর বডিগার্ড লাইনস

Mamata Banerjee: আবারও কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়াল রাজ্য সরকার।

Mamata on Dakshineswar Skywalk: আবারও কেন্দ্রের সঙ্গে সীমাহীন সংঘাতে জড়ালেন মুখ্যমন্ত্রী। দক্ষিণেশ্বর স্কাইওয়াক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে তুমুল আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। মেট্রোরেলের কাজের জন্য কেন্দ্রের তরফে দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভেঙে বলতে বলা হয়েছে রাজ্যকে, এমনই দাবি মুখ্যমন্ত্রীর। মেট্রো কর্তৃপক্ষের সেই দাবি ঘিরেই এবার ফের একবার মোদী সরকারকে বিরাট চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

কী বললেন মুখ্যমন্ত্রী?

"দক্ষিণেশ্বর স্কাইওয়াক (Dakshineswar Skywalk) ভাঙতে দেব না। আমার শরীরে শেষ রক্ত থাকতে দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙতে দেব না। অনেক কষ্টে দক্ষিণেশ্বর স্কাইওয়াক করেছি। দক্ষিণেশ্বর স্কাইওয়াক আমার হৃদয়ে মণিমুক্তের মতো। মেট্রো (Metrorail) চিঠি দিয়ে দক্ষিণেশ্বর স্কাইওয়াকের জায়গা বদলাতে বলেছে। এরা আবার ধর্ম নিয়ে বড় বড় কথা বলে। আলিপুর বডিগার্ড লাইনসও (Alipore Body Guard Lines) হেরিটেজ এলাকা। ওটাও সরাতে বলেছে। ওটাও সরাতে দেব না।"

উল্লেখ্য, দক্ষিণেশ্বর স্কাইওয়াক তৈরির ফলে দারুণ সুবিধা হয়েছে মন্দিরে যাতায়াতকারী পুন্যার্থীদের। মেট্রো কিংবা ট্রেন থেকে দক্ষিণেশ্বর (Dakshineswar) স্টেশনে নেমে পড়লেই হল। স্কাইওয়াকে উঠে পড়লেই সোজা দক্ষিণেশ্বর মন্দিরের (Dakshineswar Temple) গেটে গিয়ে নামতে পারেন পুন্যার্থীরা। দক্ষিণেশ্বর স্কাইওয়াক তৈরির ফলে ওই রাস্তায় যানজটও কমে গিয়েছে।

আরও পড়ুন- Crab Farming: ব্যবসা বাড়িতেই, কম বিনিয়োগে দ্রুত মোটা টাকা আয়! বেকারদের রোজগারের দিশা দেখাচ্ছেন গৃহবধূ

বিনা ঝামেলায় স্কাইওয়াক দিয়েই মন্দিরে যেতে পারেন দর্শনার্থীরা। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, মেট্রোরেল (KMRCL) কর্তৃপক্ষ রাজ্য সরকারকে দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভেঙে ফেলতে বলেছে। তবে দক্ষিণেশ্বর স্কাইওয়াক নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ও সরাসরি কেন্দ্রকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।

আরও পড়ুন- Mamata Banerjee: অযোধ্যায় যাবেন না, বদলে ২২ জানুয়ারি বাংলায় কী করবেন মমতা? নবান্ন থেকে ঘোষণা

এছাড়াও জোকা-বিবাদী বাগ মেট্রোর (Joka BBD Bag Metro) জন্য আলিপুর বডিগার্ড লাইনসের জমি চেয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। এব্য়াপারে রাজ্যকে চিঠি দিয়েছিল মেট্রো। তবে এদিন ফের একবার মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আলিপুর বডিগার্ড লাইনস এলাকাটি হেরিটেজ এলাকা। ওই এলাকার জমিও মেট্রোকে দিতে পারবে না রাজ্য।

Dakhineswar Metro Mamata Banerjee Alipore Body Guard Lines Dakshineswar Skywalk
Advertisment