Advertisment

মমতার কৌশলী বার্তা, বিজেপি শাসিত মণিপুর থেকে জরুরী উদ্ধারের নির্দেশ

বিজেপি পরিচালিত রাজ্য সরকার শান্তি ফেরাতে কার্যত ব্যর্থ। ৩৫৫ ধারা জারি করে ওই রাজ্যের আইন-শৃঙ্খলার ভার নিজের হাতে তুলে নিয়েছে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee on evacuation from manipur , মমতার কৌশলী বার্তা, বিজেপি শাসিত মণিপুর থেকে জরুরী উদ্ধারের নির্দেশ

মণিপুরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর।

উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে ভয়ঙ্কর অবস্থা। এরই মধ্যে ৩৫৫ ধারা জারি করে ওই রাজ্যের আইন-শৃঙ্খলার ভার নিজের হাতে তুলে নিয়েছে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার। বিজেপি পরিচালিত রাজ্য সরকার শান্তি ফেরাতে কার্যত ব্যর্থ। এই অবস্থায় মণিপুরে আটকে পড়েছেন ভিন রাজ্যের বহু মানুষ। তাঁদের উদ্ধারে সক্রিয় পশ্চিমবঙ্গ সরকার। টুইটে সেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

শনিবার দুপুরের টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'মণিপুর থেকে যে ধরনের খবর পাচ্ছি তা খুবই চিন্তাজনক। আমি মণিপুরের মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগতরা এখন সেখানে আটকা পড়েছে। বাংলার সরকার জনগণের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ এবং মণিপুর সরকারের সাথে সমন্বয় করে সেখানে আটকে পড়া লোকদের সরিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যসচিবকে পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করতে, দুর্দশা ও হতাশাগ্রস্ত মানুষদের সাহায্য করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমরা সব সময় জনগণের পাশে আছি। সবাইকে শান্তি বজায় রাখার আহ্বান জানান। তাই সিদ্ধান্ত নিয়েছি যে মণিপুরের সরকারের সঙ্গে সমন্বয় করে সেখান থেকে আটকে পড়াদের উদ্ধার করতে বাংলা সবরকম পদক্ষেপ করবে।'

যেকোনও সহায্যের জন্য দুটি হেল্প লাইন নম্বর জানিয়েছেন মুখ্যমন্ত্রী। হেল্প লাইন নম্বরগুলি হল, 033-22143526 ও 033-22535185।

মণিপুরে গৃহযুদ্ধের পরিস্থিতি। চাপের মুখে বিজেপি সরকার। পরিস্থিতি সামলাতে না পেরে কেন্দ্রের সাহায্য নিতে হয়েছে তাদের। এহেন পরিস্থিতিতে মণিপুরে আটকে পড়াদের উদ্ধারের বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও কৌশলী পদক্ষেপ করলেন।

Mamata Banerjee Mamata Government Manipur
Advertisment