Advertisment

Mamata Banerjee On Abhijit Ganguly: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুললেন মমতা! বঙ্গ রাজনীতিতে বিতর্কে ঘি

Lok Sabha Election 2024: অভিজিৎবাবুর বিরুদ্ধে কেন এত রাগ মমতার?

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee on ex-judge nad bjp candidate abhijit ganguly at alipurduar , বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে শিক্ষাক্ষেত্রে চাকরি ছিনিয়ে নেওয়ার অভিযোগ মমতার

TMC VS BJP: অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভীষণ তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Mamata Banerjee VS Abhijit Ganguly: আরও একবার প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় প্রাক্তন বিচারপতি তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফের একবার অভিজিৎবাবুর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, জনগণের আদালতে বিচার হবে প্রাক্তন বিচারপতির।

Advertisment

এর আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে যোগদানের ইচ্ছা প্রকাশ সম্পর্কে তৃণমূল নেত্রী মমতা বলেছিলেন, 'মুখ থেকে মুখোশ খুলে গিয়েছে। যেখানে দাঁড়াবেন সেখানেই হারবেন।'

শুক্রবার আলিপুরদুয়ারে প্রচার সারেন তৃণমূল সুপ্রিমো। সেখানেই তিনি আক্রমণ করেন তমসুকের বিজেপি প্রার্থীকে। বলেন, 'দেখলেন একজন বিচারপতি কী করলেন। আপনি অনেকের চাকরি খেয়েছেন। এ বার জনগণের আদালতে আপনার বিচার হবে। আমরা ওখানে (তমলুক) ছাত্রনেতা দেবাংশুকে পাঠিয়েছি। গোহারা হারবেন।'

আরও পড়ুন- Governor VS Nabanna: সংঘাত তুঙ্গে! রাজ্যপালের ক্ষমতা ‘স্মরণ’ করিয়েছিলেন বোস, পাল্টা তাঁকে এক্তিয়ার বোঝাল নবান্ন

তমলুক অধিকারীদের গড় বলেই পরিচিত। এখান থেকেই জোড়-ফুল প্রতীকে জিতে দিল্লি গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। পরে নন্দীগ্রাম থেকে তাঁকে জিতিয়ে রাজ্যের মন্ত্রী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর পর তমলুকের সাংসদ ছিলেন তাঁর ছোট ভাই দিব্যেন্দু অধিকারী। তৃণমূল ছেডে় তিনিও এখন বিজেপিতে। তবে, তমলুক থেকে প্রাক্তন বিচারপতিকে এবার প্রার্থী করেছে পদ্ম শিবির। যাঁর প্রতিপক্ষ তৃণমূলের ছাত্রনেতা দেবাংশু ভট্টাচার্য।

অভিজিৎবাবুর বিরুদ্ধে কেন এত রাগ মমতার? হাইকোর্টের বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই শিক্ষা দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত শুরু হয়। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে শ্রীঘরে পাঠানোর নেপথ্যেও রয়েছে তাঁর নির্দেশ। শুনানি চলাকালীন রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক চাঁচাছোলা পর্যবেক্ষণ করেছেন অভিজিৎবাবু। ফলে মুখ্যমন্ত্রীর নিশানায় শুরু থেকেই রাজনীতিক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মমতা দাবি কেরছিলেন যে, 'কথায় কথায় পিল (জনস্বার্থ মামলা) গিলে বিজেপি যেমন নির্দেশ দিয়েছে, তেমনই উনি (অভিজিৎ গঙ্গোপাধ্যায়) রায় দিয়েছেন।'

2024 General Election Abhijit Ganguly Debangshu Bhattacharya tmc bjp loksabha election 2024 Mamata Banerjee Tamluk
Advertisment