Advertisment

Mamata Banerjee: আরজি করে তরুণী চিকিৎসক খুনে উত্তাল রাজ্য! কন্যাশ্রী দিবসের শুভেচ্ছায় কী বললেন মমতা?

Mamata Banerjee: কন্যাশ্রী প্রকল্পটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। বাংলা তথা দেশের গণ্ডি ছাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত নারী উন্নয়নের এই প্রকল্প প্রশংসা কুড়িয়েছে ভিনদেশেও। ২০১৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকার এই প্রকল্পটি শুরু করেছিল। UNESCO-র স্বীকৃতি পেয়েছে পশ্চিমবঙ্গের এই প্রকল্পটি।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee on Kanyashree Day Rg Kar Case, আরজি কর, মমতা ব্যানার্জি, কন্যাশ্রী

Mamata Banerjee: কন্যাশ্রী দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee-Kanyashree: আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনে উত্তাল পরিস্থিতি গোটা রাজ্যে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ রাতেই 'মেয়েদের রাত দখল' ক্যাম্পেন ঘিরে সীমাহীন চর্চা বাংলা জুড়ে। এই আবেই আজ কন্যাশ্রী দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

কন্যাশ্রী দিবসের শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী?

“আমার সরস্বতী কন্যাশ্রী

ভবিষ্যতের ভাগ্যশ্রী,

আমার সরস্বতী আঁধারেও আলো,

সারা বিশ্বে বিশ্বশ্রী।”

আজ কন্যাশ্রী দিবস। আমার প্রত্যেক কন্যাশ্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ২০১৩ সালে আমরাই এটা চালু করেছিলাম। UNESCO তে সেরার শিরোপা পেয়ে সেই কন্যাশ্রী আজ বিশ্বজয়ী। গরিব-বড়লোক নির্বিশেষে রাজ্যের সব মেয়ে এখন কন্যাশ্রী! এই শুভদিনে আমার কন্যাশ্রীদের বলবো, তোমরা এগিয়ে যাও। নিজের নিজের স্বপ্ন পূরণ করো। তোমাদের যে কোনো দরকারে আমি তোমাদের পাশে আছি।"

কন্যাশ্রী প্রকল্পটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। বাংলা তথা দেশের গণ্ডি ছাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত নারী উন্নয়নের এই প্রকল্প প্রশংসা কুড়িয়েছে ভিনদেশেও। ২০১৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকার এই প্রকল্পটি শুরু করেছিল। UNESCO-র স্বীকৃতি পেয়েছে পশ্চিমবঙ্গের এই প্রকল্পটি। এদিন সোশ্যাল মিডিয়ায় কন্যাশ্রীর আরও এক বর্ষপূর্তির গর্বের ঘোষণার মাধ্যমে সেই বিষয়গুলিও তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- RG Kar Case: ‘আমিও মেয়ের বাবা, নাতনির দাদু’, আজ রাতের প্রতিবাদে থাকছেন তৃণমূলের এই দাপুটে সাংসদ

আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ বুধবার ১৪ আগস্ট, ‘মেয়েরা রাতের দখল নাও’ শীর্ষক অভিযানের ডাক সোশ্যাল মিডিয়ায় এখন দারুণ ট্রেন্ডিং। শহর কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও ‘মেয়েরা রাত দখল করো’ শীর্ষক ক্যাম্পেন চলছে জোর গতিতে। সেই অভিযানে সামিল হওয়ার বার্তা দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়।

আরও পড়ুন- RG Kar Case: আরজি করের সেমিনার রুম লাগোয়া দেওয়াল ভাঙা শুরু, প্রমাণ লোপাটের মরিয়া চেষ্টার অভিযোগ

RG Kar Medical College Mamata Banerjee kanyashree Doctors Death
Advertisment