Advertisment

'শ্মশান আবার কেউ ভালবাসে নাকি?' ঝাঁঝাঁল প্রশ্ন মমতার!

ভুয়ো ছবি ও খবর নিয়ে কড়া অবস্থান মুখ্যমন্ত্রীর। নিশানা বিজেপিকে।

author-image
IE Bangla Web Desk
New Update
'শ্মশান আবার কেউ ভালবাসে নাকি?' ঝাঁঝাঁল প্রশ্ন মমতার! : mamata banerjee on keoratala viral photo

এই সেই ভাইরাল ছবি।

সামাজিক মাধ্যমে ভুয়ো খবর নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী। এদিন সকাল থেকে সোশাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, কেওড়াতলা শ্মশানের সামনে লেখা 'আই লাভ কেওড়াতলা'। যা নিয়ে নানা প্রশ্নে সরগরম নেটদুনিয়া। চলছে বিতর্কও। এই পরিস্থিতিতে ওই ছবি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

নবান্নে এদিন ৩০টি অ্যাডভান্সড লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এরপর গণতন্ত্রের প্রশ্ন বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে রামনবমীর মিছিল থেকে সংঘর্ষ ইস্যুতে গেরুয়া দলকে তুলোধনা করেন। বলেন, 'ধর্মীয় মিছিলে কেন অস্ত্র থাকবে? কেন ট্রাক্টর আনা হয়েছিল? উন্মত্তের মত মিছিল হবে? সব বহিরাগতদের তাণ্ডবের জন্য আনা হয়েছিল, মুঙ্গের থেকে সব আমদানী হয়েছে। পুলিশ ওই দিন প্রথমে ট্যাক্টফুলি খেলেছে। তারপর শান্তি ফিরেছে। এরপর আবার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আসছে। কী করবে ওরা। সবে তে শুধু কমিটি পাঠাচ্ছে। গণতন্ত্র বলে কিছু নেই, কোউ কোনও কথা বলবে না।'

এরপরই ভুয়ো সোশাল মিডিয়া পোস্ট নিয়ে সোচ্চার হন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, 'আজ সকাল থেকেই ফেক নিউজ চালানোর চেষ্টা হয়েছে। সিপি-কে বলব তদন্ত করুন। আই লাভ কেওড়াতলা? শ্মশান আবার কেউ ভালবাসে নাকি? মিথ্যে কথা এরকম কিছুই হয়নি। সারাক্ষণ শুধু মিথ্য়া কথা বলা। ফেক নিউজের জন্য আইন আছে। আইন আইনের পথেই চলবে।'

সৌন্দর্যের উদ্যোগ হিসাবে কলকাতার বিভিন্ন ওয়ার্ড থেকে রাজ্যের বিভিন্ন শহরে এই ধরণের ডেকরেশন চোখে পড়বে। তবে শ্মশানেও এমন ছবি ঘিরে স্বাভাবিকভাবেই নিন্দার ঝড় উঠেছে। কিন্তু বিষয়টি কি আদৌ সত্যি? শ্মশানেও এমন ডেকরেশন হওয়া সম্ভব? প্রসানের দাবি, ভাইরাল ছবিটি সম্পূর্ণ এডিটেড।

আরও পড়ুন- নজরে আদিবাসী ভোট, দণ্ডিকাণ্ডে রাষ্ট্রপতিকে চিঠি সুকান্তর, শুভেন্দুকে টেনে পাল্টা কুণাল

tmc bjp Mamata Banerjee fake news Mamata Government
Advertisment