Advertisment

Mamata Banerjee: ভোটের মুখে NRC নিয়ে ঝাঁঝালো প্রতিবাদ মুখ্যমন্ত্রীর, কেন্দ্রকে তুলোধনায় ভয়ঙ্কর হুঁশিয়ারি!

Mamata Banerjee: জেলা সফরে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার উত্তর দিনাজপুরের চোপড়া, ইসলামপুরে জনসংযোগ যাত্রা করেছেন মুখ্যমন্ত্রী। দু'জায়গাতেই মুখ্যমন্ত্রীর এই জনসংযোগ কর্মসূচি ঘিরে এলাকাবাসীদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। অগণিত মানুষজন রাস্তার দু'ধারে জড়ো হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানিয়েছেন। তৃণমূল সুপ্রিমো নিজেও রাস্তার ধারে দাঁড়ানো মানুষজনদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। পরে রায়গঞ্জে প্রশাসনিক সভায় বক্তব্য রাখেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Budget 2024, WB Budget 2024, Finance Minister Chandrima Bhattacharya

West Bengal Budget 2024: ভোটের মুখে বাজেটে বিরাট চমক রাজ্যের!

Mamata Banerjee: আর কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন (Loksabha Election 2024)। তার আগে ফের একবার তৃণমূল (TMC) সুপ্রিমোর তুমুল NRC বিরোধিতা। ফের একবার NRC ইস্যুতে কেন্দ্রের মোদী সরকারের (Modi Govt) বিরুদ্ধে তীব্র বিষোদগার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর কথায়, "প্রয়োজনে রক্ত দেব, বাংলায় NRC চালু করতে দেব না।"

Advertisment

জেলা সফরে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার উত্তর দিনাজপুরে (North Dinajpur) চোপড়া (Chopra), ইসলামপুরে (Islampur) জনসংযোগ যাত্রা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চোপড়ায় এই পদযাত্রায় এলাকার অসংখ্য বাসিন্দা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই রাস্তা নেমে আসেন। স্বতঃস্ফূর্তভাবে তাঁদের সঙ্গে কথা বলতে দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে।

publive-image

চোপড়ায় জন সংযোগ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী।

এরপর রায়গঞ্জের (Raiganj) সভামঞ্চে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই দেখা গিয়েছে তৃণমূলের বর্ষীয়ান বিদ্রোহী-বিধায়ক আবদুল করিম চৌধুীরকেও (Abdul Karim Chowdhury)। তাঁকে এদিন সিনিয়র লিডার বলে উল্লেখ করতে দেখা যায় তৃণমূলনেত্রীকে।

সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে এদিন আরও একবার মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্রীয় সরকার। এদিন ফের একবার এনআরসি ইস্যুতে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, "আবার বলছে NRC করবে, একতন্ত্র চলবে। বর্ডার এলাকায় BSF কার্ড নিতে বলছে। ওই কার্ড নেবেন না। নাগরিক না হলে কীভাবে রেশন পান? ওরা মিথ্যা বলছে। বাংলায় NRC চালু করতে দেব না। আগেও দিইনি, এখনও দেব না। প্রয়োজনে রক্ত দেব।"

আরও পড়ুন- First Class EMU coaches: বাংলায় যুগান্তকারী পদক্ষেপ রেলের, নামমাত্র ভাড়াতেই লোকাল ট্রেনে ‘নবাবি সফর’ শুরু!

publive-image

এদিন রায়গঞ্জের সরকারি সভার আগে চোপড়া, ইসলামপুরে পদযাত্রা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই জনসংযোগ কর্মসূচি ঘিরে এলাকার বাসিন্দাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। যাত্রা পথে বহু মানুষের সঙ্গে যেমন কথা বলেছেন মুখ্যমন্ত্রী, তেমনই ভিড়ের কোণে মায়ের কোলে থাকা একটি ছোট্ট শিশুকে কোলে তুলে নিয়ে আদর করতেও দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। চলার পথে দু'হাত বাড়িয়ে দিয়েছেন রাস্তার পাশে দাঁড়ানো যুবকের দলকেও।

মঙ্গলবার রায়গঞ্জের সরকারি সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় NRC নিয়ে সোচ্চার হয়েছেন। তবে দিন কয়েক আগেই CAA নিয়ে একটি বক্তব্যে তীব্র জল্পনা তৈরি করেছেন মোদী সরকারের মন্ত্রী তথা বনগাঁর (Bongaon) বিজেপি সাংসদ (BJP MP) শান্তনু ঠাকুর (Shantanu Thakur) । ৭ দিনের মধ্যে বাংলায় CAA চালু হবে বলে দাবি করেছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। পরবর্তী সময়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari) বাংলায় CAA চালু নিয়ে ইঙ্গিতপূর্ণ দাবি করেছেন। নন্দীগ্রামের বিজেপি বিধায়কের দাবি, "আমি যতটা জানি, আগামী ৭-১৫ দিনের মধ্যে সিএএ লাগু করার চেষ্টা হচ্ছে।"

Mamata Banerjee North Dinajpur nrc loksabha election 2024
Advertisment