অমিত শাহর ছেলে যেখানে বোর্ডে রয়েছেন, সেখানে কোন যুক্তিতে সৌরভকে বাদ দেওয়া হয়েছে? সেই প্রশ্ন তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। যা নিয়ে শুরু হয়েছে রাজনীতির কচকচানি। তবে, মুখ্যমন্ত্রীর আর্জি 'দয়া করে এর মধ্যে রাজনীতি ঢোকাবেন না। কোনও রকম প্রতিহিংসা দেখাবেন না।'
মুখ্যমন্ত্রীর বক্তব্য ঘিরে বঙ্গ রাজনীতিতে তুফান উঠেছে। রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের কথায়, 'খেলার জগতে অকারণ রাজনীতি টানছেন মুখ্যমন্ত্রী। কেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান, সৌরভকে কেন করা হল না? আসলে রাজ্যজুড়ে বহু দুর্নীতির কথা সকলে রোজই জানতে পারছেন। তা থেকে নজর ঘোরাতেই এই কথা বলছেন মুখ্যমন্ত্রী।'
সিপিআইএম নেতা তথা সৌরভ ঘনিষ্ঠ অশোক ভট্টাচার্য বলেন, 'সৌরভ সিএবি সভাপতি হচ্ছেন। তাঁকে যেন কোনও বিশেষ রাজনৈতিক দল নিয়ন্ত্রণ না করে। ওনাকে নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হোক।'
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর প্রশ্ন, 'ঘটনার চারদিন পরে কেন এই প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী? আসলে উনিই রাজনীতি করতে চাইছেন। সৌরভ গাঙ্গুলির সঙ্গে যা হয়েছে তার প্রতিবাদ আমরা করেছি। আমরা চাই সৌরভকে আইসিসি চেয়ারম্যানের জন্য বিসিসিআই মনোনয়ন দিক।'
আরও পড়ুন- ‘সৌরভ রাজনীতির শিকার, কেন সরানো হল বোর্ড থেকে?’, ‘অন্যায়ে’র প্রতিবাদে গর্জে উঠলেন মমতা
পাল্টা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সাফাই, 'মুখ্যমন্ত্রী বাঙালির মনের কথা তুলে ধরেছেন। কেন্দ্রের কাছে তাঁর আবেদন নিয়ে রাজনীতি না করার আবেদনে ভুলের কী রয়েছে? আসলে দেশজুড়ে অরাজগতা চলছে। দ্রব্যমূল্য আকাশছোঁয়া। সেদিক থেকে নজর ফেরাতেই বিজেপি ধর্মীয় নানা ইস্যুকে চাগিয়ে তোলে। তাই সৌরভ ইস্যুতেও শমীক ভট্টাচার্যরা রাজনীতি খুঁজে পাচ্ছেন।'
সৌরভ প্রসঙ্গে কী বলেছেন মুখ্যমন্ত্রী?
বিসিসিআ সভাপতি পদে সৌরভ গাঙ্গুলি আর লড়তে না পারা নিয়ে সোমবার উত্তরবঙ্গ যাওয়ার পথে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, 'অমিতবাবুর (জয় শাহ) ছেলে বোর্ডে রয়ে গেলেন। সে থাকতেই পারেন, ভাল কাজ করলে থাকবে, ভাল না হলে বলবই। ছোট ছেলে, কিন্তু সৌরভকে কেন অন্যায় ভাবে বাদ দেওয়া হল তা জানতে চাই। সৌরভ শুধু বাংলার নয়, দেশের গর্ব। তিনবছর বিসিসিআইয়ের প্রেসিডেন্ট ছিল। যেমন অসাধারণ ক্রিকেটার ছিল, তেমনই দক্ষ প্রশাসক ছিল। ওকে অন্যায় ভাবে বাদ দেওয়া হয়েছে। আমি অত্যন্ত ব্যথিত। সৌরভ অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব। ভারতীয় দলের অধিনায়ক ছিল ও। দেশকে অনেক কিছু দিয়েছে। ওকে কেন অন্যায় ভাবে বাদ দেওয়া হল।'
প্রধানমন্ত্রীর প্রতি মুখ্যমন্ত্রীর আর্জি, 'আমি চাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়টি দেখুন। যাতে সৌরভ আইসিসি চেয়ারম্যানের পদে কনটেস্ট করতে পারে। ভারত থেকে একজন-দুজন আইসিসিতে কনটেস্ট করতে পারেন। সৌরভও করতে পারেন। এটা আমার বিনীত অনুরোধ। সৌরভ যাতে আইসিসি-তে কনটেস্ট করতে পারেন সে ব্যবস্থা করুন প্রধানমন্ত্রী। সৌরভ অন্যায় রাজনীতির শিকার হচ্ছে। সেটা মেনে নেওয়া যায় না।'
মুখ্যমন্ত্রীর আবেদন, 'এটাকে রাজনীতি হিসাবে দেখবেন না, বা প্রতিহিংসার রাজনীতি হিসাবে নয়। ক্রিকেটের স্বার্থে, দেশের স্বার্থে সৌরভের বিষয়টা ভেবে দেখা উচিত। সমস্ত ক্রীড়াপ্রেমী, ক্রিকেটপ্রেমীদের হয়ে আমার এই অনুরোধ, সৌরভকে আইসিসি-তে পাঠানো হোক। প্রধানমন্ত্রী এটা দেখুন।'