RG Kar Doctors Death: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে এবার সোচ্চার হলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। "মহিলা চিকিৎসকের মৃত্যুর নক্কারজনক। জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ যুক্তিসঙ্গত।" একটি বেসরকারি সংবাদমাধ্যমে দেওয়া টেলিফোনিক সাক্ষাৎকারে এমনই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী বিষয়টিতে CBI তদন্ত হলে তাতে আপত্তি নেই মুখ্যমন্ত্রীর।
আরজি করে মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যুতে রাজ্যজুড়ে সরকারি হাসপাতালে তীব্র বিক্ষোভ নেমেছেন জুনিয়র চিকিৎসকরা। শহর কলকাতার পাশাপাশি জেলাগুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে চলছে বিক্ষোভ। ডাক্তারদের তুমুল বিক্ষোভের জেরে শিকেয় উঠেছে চিকিৎসা পরিষেবা। এবার আরজি কর কান্ড নিয়ে বেসরকারি সংবাদমাধ্যম এবিপি আনন্দে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কী বলেছেন মুখ্যমন্ত্রী?
"জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ সঙ্গত। হাসপাতালে সুরক্ষা ব্যবস্থায় গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখা হবে। যেই হোক তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে আমরাও শাস্তির আবেদন জানাব। রাজ্য সরকারের কোনও কিছু লুকানোর নেই। তাদের শিক্ষা দেওয়ার জন্য এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার প্রয়োজন আছে। মহিলা চিকিৎসকের মৃত্যু নক্কারজনক। বলেছি কেসটাকে ফার্স্ট ট্র্যাক কোর্টে নিয়ে যাওয়া যায় কিনা দেখতে। জুনিয়র ডাক্তাররা দায়িত্ববান। তারা কখনও রোগীকে চিকিৎসা থেকে বিরত করে না। ফার্স্ট ট্র্যাক কোর্টে এনে ফাঁসির আবেদন করা হোক। এই অপরাধের কোনও ক্ষমা নেই। তবে জুনিয়র ডাক্তারদের বলব, রোগী পরিষেবা চালু করুন। এই ঘটনাটা ঘটেছে সেমিনার হলে। চারিদিকে সিসিটিভি আছে। যাকে ধরা হয়েছে তার ওখানে যাতায়াত ছিল। চাইলে অন্য এজেন্সি দিয়ে তদন্ত হোক। Cbi তদন্তে আপত্তি নেই।"
বিভিন্ন হাসপাতলে কর্মবিরতি প্রসঙ্গে কী বললেন মুখ্যমন্ত্রী?
"ডাক্তারদের ক্ষোভ খুব সঙ্গত। সহকর্মীকে হারানোর বেদনা সবাইকে আঘাত দেয়। আমার পরিবারেও দু'জন জুনিয়র ডাক্তার আছে। জুনিয়র ডাক্তারদের আমি ভালবাসি। ওদের সঙ্গে আগেও ছিলাম, এখনও থাকব। ওদের যুক্তিসঙ্গত সব দাবির সঙ্গে আমরা একমত। দরকারে স্বাস্থ্য সচিব, সিপি কে আবার পাঠাতে পারি আরজি করে। তবে আর জি কর হাসপাতালের জায়গাটা একটু বাড়াতে হবে। সামনে ট্রাম ডিপোর জায়গাটা ওদের দেওয়া যায় কিনা সেটা দেখব। আর জি করের এলাকাটা খুব কনজাস্টেড।"
আরও পড়ুন- RG Kar Doctor Death: আর জি করে তরুণী চিকিৎসকের রহস্যমৃত্যু, দুরন্ত তদন্তে পুলিশ কাকে ধরল জানেন?