সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলা নয় শুধু, দেশেরও গর্ব। কিন্তু কেন তাঁকে অন্যায় ভাবে বাদ দেওয়া হল, তা নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সৌরভের জন্য মুখ খুললেন মুখ্যমন্ত্রী। বললেন, "অমিতবাবুর (জয় শাহ) ছেলে বোর্ডে রয়ে গেলেন। সে থাকতেই পারেন, ভাল কাজ করলে থাকবে, ভাল না হলে বলবই। ছোট ছেলে, কিন্তু সৌরভকে কেন অন্যায় ভাবে বাদ দেওয়া হল তা জানতে চাই।"
এদিন মমতা বলেন, "সৌরভ শুধু বাংলার নয়, দেশের গর্ব। তিনবছর বিসিসিআইয়ের প্রেসিডেন্ট ছিল। যেমন অসাধারণ ক্রিকেটার ছিল, তেমনই দক্ষ প্রশাসক ছিল। ওকে অন্যায় ভাবে বাদ দেওয়া হয়েছে। আমি অত্যন্ত ব্যথিত। সৌরভ অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব। ভারতীয় দলের অধিনায়ক ছিল ও। দেশকে অনেক কিছু দিয়েছে। ওকে কেন অন্যায় ভাবে বাদ দেওয়া হল।"
একটু থেমে তিনি জোড়েন, "আমি চাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়টি দেখুন। যাতে সৌরভ আইসিসি চেয়ারম্যানের পদে কনটেস্ট করতে পারে। ভারত থেকে একজন-দুজন আইসিসিতে কনটেস্ট করতে পারেন। সৌরভও করতে পারেন। এটা আমার বিনীত অনুরোধ। সৌরভ যাতে আইসিসি-তে কনটেস্ট করতে পারেন সে ব্যবস্থা করুন প্রধানমন্ত্রী। সৌরভ অন্যায় রাজনীতির শিকার হচ্ছে। সেটা মেনে নেওয়া যায় না।"
আরও পড়ুন সৌরভকে কেন বোর্ড থেকে সরানো হল, ‘অন্যায়ে’র প্রতিবাদে গর্জে উঠলেন মমতা
শেষে মুখ্যমন্ত্রী বলেন, "এটাকে রাজনীতি হিসাবে দেখবেন না, বা প্রতিহিংসার রাজনীতি হিসাবে নয়। ক্রিকেটের স্বার্থে, দেশের স্বার্থে সৌরভের বিষয়টা ভেবে দেখা উচিত। সমস্ত ক্রীড়াপ্রেমী, ক্রিকেটপ্রেমীদের হয়ে আমার এই অনুরোধ, সৌরভকে আইসিসি-তে পাঠানো হোক। প্রধানমন্ত্রী এটা দেখুন।"