Advertisment

Mamata Banerjee-AADHAAR: আধার নিষ্ক্রিয় হলেই পাশে রাজ্য, মুখ্যসচিবকে দুরন্ত উদ্যোগ নিতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee-AADHAAR: রাজ্যের একাধিক জেলায় সম্প্রতি আধার লিঙ্ক কেটে যাওয়া সংক্রান্ত অভিযোগ আসছে। আধার লিঙ্ক নিষ্ক্রিয় হওয়ার পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার রাজ্যবাসীর আধার লিঙ্ক নিষ্ক্রিয় হলে পাশে থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এব্যাপারে এদিনই একটি বিশেষ পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
dcp south of kolkata police and tmc mla lovely maitras husband ips soumya roy has been removed from election process lok sabha poll 2024 , কলকাতা পুলিশের দক্ষিণের ডিসি ও তৃণমূল বিধায়ক লাভলী মৈত্রের আইপিএস স্বামী সৌম্য রায়কে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দিল কমিশন

Mamata Banerjee: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee-AADHAAR: সম্প্রতি রাজ্যের একাধিক জেলায় আধার (AADHAAR) নিষ্ক্রিয় হওয়ার অভিযোগ মিলেছে। এমনই একগুচ্ছ অভিযোগ পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। এবার সিউড়ির জনসভা মঞ্চ থেকে আধার নিষ্ক্রিয় ইস্যুতে BJP নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীর আধার নিষ্ক্রিয় হলে পাশে থাকারও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এপ্রসঙ্গে তড়িঘড়ি বিশেষ পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিবকে।

Advertisment

কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

"অনেকের আধার লিঙ্ক কেটে দিচ্ছে। জামালপুরে ৫০ জনের আধার লিঙ্ক কেটে দিয়েছে। বর্ধমান, বীরভূম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তরবঙ্গেও আধার লিঙ্ক কেটে
দিচ্ছে। কোন অধিকারে আধার লিঙ্ক কেটে দিচ্ছ? লজ্জা করে না!"

চক্রান্ত তত্ত্ব মমতার…

"কেউ যাতে ইলেকশনের আগে ব্যাঙ্ক লোন (Bank Loan), ফ্রিতে রেশন (Ration), লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) না পায় তার জন্য চক্রান্ত হচ্ছে। আধার কার্ড না থাকলেও কোনও স্কিম বন্ধ হবে না। আমাদের কার্ডের মাধ্যমে স্কিম চালিয়ে যাব।"

আরও পড়ুন- Swami Vivekananda: স্বামী বিবেকানন্দের কলকাতায় প্রত্যাবর্তন দিবস, শ্রদ্ধার্ঘ্যে নজরকাড়া উদ্যোগ রেলের

আধার-অভিযোগে অনলাইন পোর্টাল রাজ্যের…

আধার নিষ্ক্রিয় হলে অভিযোগ নিতে এদিনই মুখ্যসচিবকে একটি অনলাইন পোর্টাল চালুর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আধার নিষ্ক্রিয় হলে ওই অনলাইন পোর্টালে (Online Portal) গিয়ে অভিযোগ জানাতে পারবেন রাজ্যবাসী। এমনকী কারও আধার নিষ্ক্রিয় হলে পরবর্তী বিকল্প হিসেবে কোন পদক্ষেপ করা যায় সেব্যাপারে সাহায্যেরও আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- জীবনের কঠিন লড়াই জিততে মরিয়া ঈশিতা! মূক-বধির মেয়েটির দুরন্ত এগল্প প্রেরণা দেবে

লোকসভা নির্বাচনের (Lok sabha election 2024) আর মাত্র কিছুদিন বাকি রয়েছে। তার আগে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে BJP নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এভাবে আধার লিঙ্ক কেটে দিয়ে সাধারণ মানুষকে রাজ্য সরকারের নানা প্রকল্প থেকে বঞ্চিত করার চক্রান্ত করছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।

মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে অনুব্রত মণ্ডলের নাম...

অন্যদিকে, সিউড়ির সভামঞ্চ থেকে এদিন অনুব্রত মণ্ডল ইস্যুতেও মুখ খুলতে দেখা গিয়েছে মমতা বন্দ্যেপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, "আজ কতদিন হল কেষ্টকে জেলে ভরে রেখেছে। কিন্তু মানুষের মন থেকে ওকে সরাতে পারেনি। ইয়ং ছেলে মেয়েরা ওর নাম বলছে। ও এখনও জনপ্রিয়। আমি তো ওদের কিছু বলার জন্য শিখিয়ে দিইনি। ওর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে। একই অভিযোগ আপনাদের নেতাদের নামেও আছে। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে?"

আরও পড়ুন- উদয়াস্ত খাটুনিতে নামমাত্র মজুরি! ‘আবেদন কানেই তোলেননি দিদি’, মনমরা ‘আম্মা’ এবার কোন পথে?

Mamata Banerjee Aadhaar Card bjp loksabha election 2024
Advertisment