Advertisment

ভাঙড় নিয়ে নজিরবিহীন নির্দেশ মমতার, কলকাতার নগরপালকে কী নির্দেশ মুখ্যমন্ত্রীর?

কী হতে চলেছে ভাঙড়ে?

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee orders that Bhangar be included in the Kolkata Police area , ভাঙড় নিয়ে নজিরবিহীন নির্দেশ মমতার, কলকাতার নগরপালকে কী নির্দেশ মুখ্যমন্ত্রীর?

পঞ্চায়েত ভোটে অশান্তি ছড়িয়েছিল ভাঙড়ে।

অশান্ত ভাঙড়ের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

বুধবার আলিপুর বডিগার্ড লাইনে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই ভাঙড়ে কলকাতা পুলিশের পৃথক ডিভিশন করার জন্য কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নির্দেশ দেন তিনি। সিদ্ধান্ত কার্যকরে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকেও বলেছেন মুখ্যমন্ত্রী।

পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় বিধানসভা এলাকা। বোমাবাজি, গুলি ছোড়া সহ তৃণমূল-আইএসএ সংঘর্ষে দফায় দফায় অশান্তি ছড়িয়ে। শাসক বিরোধী মিলিয়ে ভাঙড়ে মোট ৬ জন নিহত হয়েছেন। তার পরেও হিংসার ঘটনা থামেনি ভাঙড়ে। পঞ্চায়েত ভোট পর্ব মিটেতেই ভাঙড়ে জারি হয় ১৪৪ ধারা। মঙ্গলবার রাতেও উত্তপ্ত হয়েছে ভাঙড়।

আরও পড়ুন- খারিজ শুভেন্দুর যুক্তি, পাল্টা দিতে সপ্তাহের শুরুর দিনই আসরে খোদ মমতা

হিংসার ঘটনায় একে অপরকে দুষেছে তৃণমূল ও আইএসএফ। প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি সহ বিরোধী শিবির এই অশান্তির জন্য দায়ী করে শাসক দল তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। পরে ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে এর জবাব দেন তৃণণূল নেত্রী মমতা। বলেছিলেন, 'ভাঙড়ে হাঙররা গণ্ডগোল করেছে।' তবে কে এই 'হাঙর' তা খোলসা করেননি তিনি। পাল্টা নওশাদ সিদ্দিকী প্রশ্ন করেন, 'ভাঙড়ের হাঙর কারা, মুখ্যমন্ত্রী ওখানকার মানুষকে প্রশ্ন করুন।'

আরও পড়ুন- বেনজির নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, বরখাস্ত পূর্ব বর্ধমানের পর্ষদ চেয়ারম্যান

এই আবহে অশান্ত ভাঙড়ের রাশ শক্ত করে ধরতে চাইছেন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা বেশ তাৎপর্যবাহী। ফলে ভাঙড়ের আইন-শৃঙ্খলার দায়িত্ব এবার কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই সিদ্ধান্ত কার্যকর করতে এদিন কলকাতার নগরপাল ও রাজ্য পুলিশের ডিজি-কে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।

Bhangar Mamata Banerjee kolkata police
Advertisment