/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/11/mamata-chennai-dhol.jpg)
চেন্নাইতে ছেন্দা বাজাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এক মাস আগেই কলকাতার পুজো মণ্ডপ উদ্বোধনে একেবারে অন্য মেজাজে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। হঠাৎই নিজের কাঁধে ঢাক তুলে নিয়ে বাজাতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই চেনা ছবি এবার ধরা পড়ল চেন্নাইতেও। দক্ষিণী শহরে সকলকে চমকে দিয়ে ঢোল (যা দক্ষিণী রাজ্যে ছেন্দা নামেই পরিচিত) বাজালেন বাংলার মুখ্যমন্ত্রী।
রাজ্যের অস্থায়ী রাজ্যপাল লা গণেশনের পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বুধবারই চেন্নাইয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। দেখা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে। বৃহস্পতিবার সকালে মমতা বন্দ্যোপাধ্যায় যান রাজ্যপাল লা গণেশনের বাড়িতে। সেখানে সুন্দর করে সাজানো বাড়ির ফটকের বাইরে ছিল বাজনার আয়োজন। বাংলার মুখ্যমন্ত্রীকে দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী বাজনা ছেন্দা বাজিয়ে স্বাগত জানান স্থানীয় বাজনদাররা।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/11/la-ganeshan-mamata.jpg)
সেই সময়ই প্রটোকলের তোয়াক্কা না করেই কয়েক সেকেন্ড তা শোনেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই ছিল চমক।এগিয়ে যান বাজনদার দিকে। হাসি মুখে তুলে নেন ছেন্দা বাজানোর কাঠি। প্রায় দেড় মিনিট ছেন্দা বাজাতে দেখা যায় তাঁকে। সেই সময় মমতাকে ‘ম্যাডামজি’ বলে সম্বোধন করে তাঁকে ছেন্দা বাজাতে উৎসাহিত করেন বাজনদাররা।
#WATCH | West Bengal CM Mamata Banerjee plays a drum as she arrives at the family function of West Bengal Governor La Ganesan, in Chennai, Tamil Nadu pic.twitter.com/SB03cBS3zk
— ANI (@ANI) November 3, 2022
এরপর মুখ্যমন্ত্রী বাজনদারদের হাতে ছেন্দার কাঠি তুলে দিয়ে অনুষ্ঠানস্থলের দিকে এগিয়ে যান। মমতাকে স্বাগত জানান খোদ এ রাজ্যের অস্থায়ী রাজ্যপাল মমমতা বন্দ্যোপাধ্যায়।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/11/rajanikat-mamata.jpg)