Advertisment

Mamata Banerjee On RG Kar: 'রাম-বাম চক্রান্তের' বিরুদ্ধে পথে মমতা, আরজি কর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবি

Mamata Banerjee Protest Rally: মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মুখ্যমন্ত্রী। প্রতিবাদ মঞ্চ থেকে দোষীদের শাস্তির দাবিতে ফাঁসির দাবি জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee Protest Rally: প্রতিবাদ মঞ্চ থেকে দোষীদের শাস্তির দাবিতে ফাঁসির দাবি জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

Mamata Banerjee Protest Rally: প্রতিবাদ মঞ্চ থেকে দোষীদের শাস্তির দাবিতে ফাঁসির দাবি জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

Mamata Banerjee On RG Kar: আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল রাজ্য। প্রতিবাদ রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যে ছড়িয়ে পড়েছে। ক্ষোভে ফুঁসছে শহর কলকাতা। আরজি করের ঘটনায় বিরোধীদের ঘোলা জলে মাছ ধরা নিয়ে আগেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পথে নেমে দোষীদের ফাঁসির দাবি জানালেন তৃণমূল সুপ্রিমো। রাজপথে তৃণমূলে সাংসদ বিধায়করা। মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মুখ্যমন্ত্রী। প্রতিবাদ মঞ্চ থেকে দোষীদের শাস্তির দাবিতে ফাঁসির দাবি জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

Advertisment

আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি চেয়ে সোচ্চার হয়েছে বাম-বিজেপি। পাল্টা বাম-রাম চক্রান্তের অভিযোগের সরব হয়েছে তৃণমূল। রাম-বাম চক্রান্তের অভিযোগ তুলে আগামীকাল দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত, সব ওয়ার্ডে ও ব্লকে মিটিং, মিছিল সহ একাধিক কর্মসূচি্র ডাক দিয়েছে শাসক দল। রবিবারও সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত প্রতি ব্লকে ধর্না কর্মসূচি পালন করবে তৃণমূল কংগ্রেস। এদিন প্রতিবাদ মঞ্চ থেকে মমতা বলেন, "রাম-বাম-শ্যামের চক্রান্ত বন্ধ হোক। আগামীকাল ব্লকে ব্লকে দোষীদের শাস্তির দাবিতে মিছিল করা হবে। রাম-বাম চক্রান্তের বিরুদ্ধে মিছিল করার ডাক দিয়েছেন দলীয় কর্মী-সমর্থকদের। সত্যিটাকে লুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় সব খবর সত্যি নয়। AI ব্যবহার করে নানান ভ্রান্ত খবর প্রচার করা হচ্ছে। কেউ কেউ পয়সা কামানোর জন্য ডিজিট্যাল প্ল্যাটফর্ম তৈরি করছে। ভুয়ো ভিডিও ছড়ানো হচ্ছে। আজ যারা আন্দোলন করছেন তারা উন্নাও হাতরাসে প্রতিবাদ করে না। আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে। সিপিএম ও বিজেপি হাতে ডিওয়াই এফ আই ফ্ল্যাগ ও জাতীয় পতাকা হাতে নিয়ে আরজি করে তান্ডব চালিয়েছে। সাধারণ মানুষের প্রতিবাদকে আমি স্যালুট জানাচ্ছি। আমি জীবন্ত লাশ। যতদিন বাঁচব মানুষের জন্য কাজ করে যাব। আমাকে ধমকে-চমকে লাভ হবে না"।

আরও পড়ুন - < RG Kar Case: আরজি করে চিকিৎসক খুন, CBI-এর উপর ভরসা রাখতে আবেদন কলকাতার পুলিশ কমিশনারের >

আরজি কর কাণ্ডে উত্তাল রাজ্য। তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় ফুঁসছে রাজ্য। দফায় দফায় বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে রাজ্য থেকে দেশে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে শনিবার দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে IMA

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে প্রতিবাদে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) শনিবার ২৪ ঘন্টা দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে। আইএমএ-র তরফে বলা হয়েছে, শনিবার দেশব্যাপী শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া আর কোনও পরিষেবা দেবেন না চিকিৎসকরা। আরজি কর কাণ্ডে বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানিয়েছেন। পাশাপাশি হাসপাতালে ভাঙচুরের ঘটনায় তৃণমূলের “গুন্ডাবাহিনীকেই”কে দায়ী করেছেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রক এবং সিবিআইকে চিঠি লিখে “প্রমাণ লোপাট আটকাতে” কেন্দ্রীয় সশস্ত্র আধাসামরিক বাহিনী (সিএপিএফ) মোতায়েনের অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন - < আরজি কর নিয়ে BJP-র ধরনা ঘিরে তুলকালাম! উত্তাল শ্যামবাজার, পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি >

১৩ আগস্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে চিকিৎসক মৃত্যুর তদন্ত কলকাতা পুলিশের থেকে সিবিআই-য়ের হাতে স্থানান্তর করা হয়েছে। বুধবার, সিবিআইয়ের একটি দল হাসপাতাল পরিদর্শন করার পরে তদন্ত শুরু করে। এ ঘটনায় পাঁচ চিকিৎসককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। এদিকে, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনায় ২৪ জনকে আটক করেছে কলকাতা পুলিশ। পাশাপাশি আজই দিল্লি জুড়ে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন (আরডিএ) আজ দুপুর ২টো থেকে একটি যৌথ প্রতিবাদ মিছিল আয়োজন করে।

আরজি কর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সে ডেকে চলছে ম্যারাথন জেরা। আরজি করে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় এই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সে নিয়ে এল সিবিআই। সূত্রের খবর, এখন তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআইয়ের দিল্লির আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, একাধিক ব্যক্তিকে জেরায় উঠে আসে সন্দীপের নাম। এরপরই আজ সল্টলেক থেকে তাঁকে সিজিও কমপ্লক্সে নিয়ে আসা হয়। তাঁর কার্যকালের সময়কালেই আরজি কর হাসপাতালে নৃশংস ভাবে খুন হন তরুণী চিকিৎসক।

Mamata Banerjee West Bengal RGKar medical college &amp; hospital
Advertisment