Advertisment

khalistani Controversy: পাগড়িধারী শিখ অফিসারকে 'খালিস্তানি' কটাক্ষ বিজেপির, সোচ্চার মমতার কড়া হুঁশিয়ারি

CM Mamata Banerjee: পাল্টা মুখ খুললেন শুভেন্দু অধিকারীও। কী বললেন?

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee protested against sarcasm of the BJP calling police officers Khalistani , পাগড়িধারী শিখ অফিসারকে 'খালিস্তানি' কটাক্ষ বিজেপির, সোচ্চার মমতার কড়া হুঁশিয়ারি

একটি ভিডিও পোস্ট করে গর্জে ওঠেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Suvendu On khalistani Controversy: অগ্নিগর্ভ সন্দেশখালি। মঙ্গলবার ফের শুরুতেই সন্দেশখালি যাওয়ার পথে আটকানো হয় শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের। তখনই পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান শুভেন্দুরা। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, এর মাঝেই কর্তব্যরত এক পাগড়িধারী আইপিএস পুলিশ আধিকারিককে 'খালিস্তানি' বলা হয় বিজেপির তরফে। যার প্রতিবাদে মুখর হন মুখ্যমন্ত্রী। একটি ভিডিও পোস্ট করে গর্জে ওঠেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

সন্দেশখালি যাওয়ার পথে মঙ্গলবার সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দলকে ধামাখালিতে আটকায় পুলিশ। কেন এই পদক্ষেপ? তা জানতে চেয়ে পুলিশের সঙ্গে চরম বচসায় জড়ায় শুভেন্দু অধিকারীরা। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সহ একাধিক বিজেপি নেতৃত্ব পুলিশের সঙ্গে বিরোধে জড়ান। এসবের মাঝেই পুলিশের ব্যারিকেডের মাঝে মাথায় পাগড়ি পরিহিত এক পুলিশ আধিকারিককে 'খালিস্তানি' বলা হয়েছে বলে অভিযোগ। এরকম বলার জন্য জসপ্রিত সিং নামেওই পুলিশ আধিকারিককে সংবাদ মাধ্যমের সামনেই প্রতিবাদ করতে দেখা যায়।

আরও পড়ুন- Suvendu Adhikari In Sandeshkhali: সন্দেশখালিতে ঢুকেই ‘বদলে’র হুঙ্কার শুভেন্দুর, শাহজাহান প্রসঙ্গে করলেন চাঞ্চল্যকর দাবি

মুখ্যমন্ত্রীর সোশাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে পুলিশ কর্তা জসপ্রিত সিং বারবার তাঁকে খালিস্তানি বলার জন্য প্রতিবাদ করছেন। তাঁকে বলতে শোনা যায়, 'আমার মাথায় পাগড়ি আছে বলে আমায় খালিস্তানি বলছেন? আমাকে খালিস্তানি কেন বলছেন? আমি কি খালিস্তানি? এই মনোভাব আপনাদের?' এমনকী, এ জন্য তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন বলেও জানান। তবে তাঁকে নির্দিষ্ট করে কে 'খালিস্তানি' বলেছে,তা স্পষ্ট করা হয়নি।

এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, 'আজ, বিজেপির বিভাজনের রাজনীতি নির্লজ্জভাবে সাংবিধানিক সীমানা অতিক্রম করেছে। বিজেপির কাছে পাগড়ি পরা প্রত্যেক ব্যক্তিই খালিস্তানি? আমি আমাদের শিখ ভাই ও বোনদের খ্যাতি ক্ষুন্ন করার এই প্রচেষ্টার তীব্র নিন্দা জানাই, আমাদের জাতির প্রতি তাঁদের ত্যাগ এবং অটল সংকল্পের জন্য সম্মানিত। আমরা বাংলার সামাজিক সম্প্রীতি রক্ষায় দৃঢ়ভাবে রয়েছি এবং এটিকে ব্যাহত করার যে কোন প্রচেষ্টা প্রতিরোধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেব।'

পাল্টা শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে বলেন, 'পাকিস্তান, খালিস্তান এসব আমাদের বলার প্রয়োজন হয় না। আমি বা আমার সাথীদের দ্বারা কাউকে ব্যক্তি আক্রমণ করা হয়েছে বলে বিশ্বাস করি না। ওই অফিসার নম্বর বাড়াতে মমতাকে সঙ্গে নিয়ে এসব করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিম্নমানের রাজনীতি করেন। ওই অফিসারও নম্বর বাড়াতে অসত্য ঘটনা পরিবেশন করছেন। '

বিকেলে সাংবাদিক বৈঠকে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার বলেন, 'বিরোধী দলনেতা একজন পুলিশ আধিকারিকদের দেখে তাঁর ধর্ম তুলে কটাক্ষ করছেন। এটা বরদাস্ত করা হবে না। এর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে।'

Mamata Banerjee IPS Suvendu Adhikari Khalistani Sandeshkhali
Advertisment