Arvind Kejriwal arrest: দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) গ্রেফতারির প্রতিবাদে সোচ্চার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। "বিরোধী মুখ্যমন্ত্রীদের টার্গেট করে গ্রেফতার করা হচ্ছে।" কেন্দ্রের মোদী সরকারকে তুলোধনা করে X হ্যান্ডলে সোচ্চার তৃণমূল সুপ্রিমো।
কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে কী লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?
"জনগণের দ্বারা নির্বাচিত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির তীব্র নিন্দা জানাই। আমার অটল সমর্থন ও সংহতি জানাতে আমি ব্যক্তিগতভাবে শ্রীমতি সুনিতা কেজরিওয়ালের সঙ্গে কথা বলেছি। এটা আপত্তিজনক যে নির্বাচিত বিরোধী মুখ্যমন্ত্রীদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং গ্রেফতার করা হচ্ছে। BJP-র সঙ্গে যুক্ত হওয়ার পরে CBI-ED তদন্তের অধীনে অভিযুক্ত ব্যক্তিদের অসদাচরণ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। এটা গণতন্ত্রের ওপর নির্মম আঘাত। আমাদের INDIA জোট নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবে।"
আরও পড়ুন- Lok Sabha Polls 2024: সকাল-সকাল দেবাংশুর বাড়িতে ‘অভিজিৎ গাঙ্গুলি’? গোটা ঘটনা জানলে তাজ্জব হবেন!
উল্লেখ্য, আবগারি দুর্নীতি (Delhi excise policy scam) মামলায় ED-র হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (Aam Aadmi Party) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। গ্রেফতারের আগে ৯ বার তাঁকে সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে ৯ বারই সমন এড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- ED Raid: নিয়োগ দুর্নীতি: ভাবতেই পারবেন না এবার রাজ্যের এমন এক মন্ত্রীর বাড়িতে ED হানা
শেষমেশ দিল্লি হাইকোর্টে (Delhi High Court) আইনি রক্ষাকবচ চেয়ে আবেদন করেন কেজরি। যদিও উচ্চ আদালত তাঁর সেই আবেদন নাকচ করে দেয়। এরপরেই গতকাল সন্ধেয় অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি।