Advertisment

Mamata Push From Behind: 'পিছন থেকে ধাক্কা'! ঘোষণা-পাল্টা ব্যাখ্যায় চরম বিতর্ক, কী বলছেন মমতার ডাক্তার মন্ত্রী

Mamata Banerjee Health Updates: মুখ্যমন্ত্রীকে কে পিছন থেকে ঠেললো? তা নিয়েই রহস্য বাড়তে থাকে। তদন্তের দাবি জানানো হয় বিভিন্ন বিরোধী দলের নেতৃত্বের তরফে।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee push from behind sskm director monimoy banerjee clarification shashi panja , মমতা ব্যানার্জী পিছন থেকে ধাক্কা এসএসকেএম ডিরেক্টর মণিময় ব্যানার্জীর ব্যাখ্যা শশী পাঁজা

TMC: বৃহস্পতিবার রাতে গুরুতর জখম হন মুখ্যমন্ত্রী। তাঁর কপালে তিনটি সেলাই পড়েছে, নাকে একটি।

Mamata Banerjee Injured Updates: 'পুশ ফ্রম বিহাইন্ড', চিকিৎসার পর আহত মুখ্যমন্ত্রী এসএসকেএম ছাড়তেই চরম রহস্য ঘণীভূত হয়। এসএসকেএমের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বাড়িতে পিছন থেকে ধাক্কা লাগার কারণে পড়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কে তাঁকে ধাক্কা মারল? তা নিয়েই প্রশ্ন দানা বাঁধে।

Advertisment

বৃহস্পতিবার রাতে এসএসকেএমের ডিরেক্ট মণিময় বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। বাড়িতে পিছন থেকে ধাক্কা লেগে পড়ে গিয়েছেন তিনি। তাঁর মস্তিষ্কে আঘাত লেগেছে। গভীর ক্ষত হয়েছে কপালে। ক্ষতস্থান থেকে অনেকটা রক্তও বেরিয়েছে। হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান, মেডিসিন এবং কার্ডিয়োলজি বিভাগের চিকিৎসকেরা মুখ্যমন্ত্রীকে দেখেছেন। ক্ষতস্থানে ড্রেসিং করানো হয়। ইসিজি, সিটি স্ক্যান-সহ বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে। হাসপাতালে রাতে তাঁকে থেকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি বাড়ি ফিরে যেতে চান।'

মুখ্যমন্ত্রীকে কে পিছন থেকে ঠেললো? তা নিয়েই রহস্য বাড়তে থাকে। তদন্তের দাবি জানানো হয় বিভিন্ন বিরোধী দলের নেতৃত্বের তরফে।

আরও পড়ুন- CM Mamata Banerjee suffers injury: বারবার দুর্ঘটনায় আহত হচ্ছেন মুখ্যমন্ত্রী, ভাগ্নি মমতাকে এবার কী পরামর্শ মামার?

'পুশ ফ্রম বিহাইন্ড' আসলে কী? প্রবল বিতর্কের মধ্যেই তার ব্যাখ্য়া দেন এসএসকেএমের ডিরেক্ট মণিময় বন্দ্যোপাধ্যায়। বলেন, 'পুশ ফ্রম বিহাইন্ড আসলে একটা সেনসেশন। এর মানে নয় যে কেউ তাঁকে ধাক্কা দেয়। আমার কথার ভুল ব্যাখ্যা হয়েছে।' ডাঃ মণিময়ের দাবি, যদি মাথা ঘুরে কেউ পড়ে যান সেক্ষেত্রে এই রকম পুশ ফ্রম বিহাইন্ড বা পিছন থেকে ধাক্কা দেওয়ার অনুভূতি হতে পারে। মুখ্যমন্ত্রী সেই সময় হয়তো বলতে চেয়েছিলেন পড়ে যাওয়ার সময় তাঁর পিছন থেকে ধাক্কা অনুভূত হয়।

দুপুরে রাজ্যের মন্ত্রী তথা চিকিৎসক শশী পাঁজা দলের সাংবাদিক বৈঠকে বলেন, 'বিষয়টা সিনকোপ। অনেক সময় হঠাৎ করে মূর্ছা যাওয়ার ঘটনা ঘটে। এর সঙ্গে কেউ ধাক্কা দেওয়ার কোনও সম্পর্ক নেই। শরীরের মধ্যে আমচকা অস্থিরতা দেখা দেয়। সেই সময় কেউ পড়ে যেতেই পারে।'

tmc Mamata Banerjee SSKM Shashi Panja Mamata Banerjee injured
Advertisment