Rahul Mamata: তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী।
Mamata Banerjee on I.N.D.I.A Alliance: বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। আর ঢাক গুড়-গুড় নয়, লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বোচ্চ নেত্রী বুধবার বর্ধমানে প্রশাসনিক বৈঠকে যাওয়ার পথে জানিয়ে দিয়েছেন, "আমার কারও সঙ্গে কোনও কথা হয়নি। আমার প্রস্তাব প্রথমদিনেই প্রত্যাখ্যান করেছে। আমার সঙ্গে কারও কোনও আলোচনা হয়নি। অ্যাবসলিউটলি মিথ্যা কথা।"
Advertisment
মঙ্গলবারই ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। অসমে ভারত জোড়ো ন্যায় যাত্রার মধ্যে গুয়াহাটিতে রাহুল বলেছিলেন, ‘‘আমাদের (কংগ্রেস-তৃণমূলের) যে আসন বোঝাপড়ার প্রক্রিয়া রয়েছে, তা চলছে। তার ফলাফল আসবে। ওই বিষয়ে আমি এখানে কোনও মন্তব্য করব না।’’ তারপরই বলেন, "মমতাজির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক এবং দলের সম্পর্ক খুবই ভাল। হ্যাঁ, কিছু ক্ষেত্রে এই রকম বিতর্ক হয়। আমাদের কেউ কিছু বলে দেন। ওঁদের কেউ কিছু বলে দেন। এটা স্বাভাবিক নয়। কিন্তু সে সব এতে (আসন সমঝোতা) বাধা হয়ে দাঁড়াবে না।"
বুধবার প্রশাসনিক বৈঠকে যাওয়ার আগে মমতাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে ক্ষুব্ধ মমতা জানিয়ে দেন, বাংলায় কংগ্রেসের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। বলেন, "এই যে আমাদের রাজ্যে আসছে, আমাকে তো একবারও বলেনি।" মমতার কথাতেই স্পষ্ট, বাংলায় ভারত জোড়ো ন্যায় যাত্রা এলে ইন্ডিয়া জোটের শরিক হিসাবে তৃণমূল তাতে অংশ নেবে না। এখন দেখার সিপিএম এই যাত্রার শরিক হয় কি না।