Advertisment

Mamata Banerjee on Congress: বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই! ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন মমতার মন্তব্যে

বুধবার মমতার বক্তব্যের পরে স্পষ্ট যে, পশ্চিমবঙ্গে কোনও জোট বা আসন সমঝোতা হচ্ছে না। রাজ্যের ৪২টি লোকসভা আসনেই প্রার্থী দিতে চলেছে তৃণমূল।

author-image
IE Bangla Web Desk
New Update
rahul gandhi mamata banerjee opposition india alliance tmc congress cpim , ইন্ডিয়া জোট নিয়ে মমতা ব্যানার্জীর আক্ষেপের পরদিনই জোটের বার্তা রাহুল গান্ধীর

Rahul Mamata: তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী।

Mamata Banerjee on I.N.D.I.A Alliance: বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। আর ঢাক গুড়-গুড় নয়, লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বোচ্চ নেত্রী বুধবার বর্ধমানে প্রশাসনিক বৈঠকে যাওয়ার পথে জানিয়ে দিয়েছেন, "আমার কারও সঙ্গে কোনও কথা হয়নি। আমার প্রস্তাব প্রথমদিনেই প্রত্যাখ্যান করেছে। আমার সঙ্গে কারও কোনও আলোচনা হয়নি। অ্যাবসলিউটলি মিথ্যা কথা।"

Advertisment

মঙ্গলবারই ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। অসমে ভারত জোড়ো ন্যায় যাত্রার মধ্যে গুয়াহাটিতে রাহুল বলেছিলেন, ‘‘আমাদের (কংগ্রেস-তৃণমূলের) যে আসন বোঝাপড়ার প্রক্রিয়া রয়েছে, তা চলছে। তার ফলাফল আসবে। ওই বিষয়ে আমি এখানে কোনও মন্তব্য করব না।’’ তারপরই বলেন, "মমতাজির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক এবং দলের সম্পর্ক খুবই ভাল। হ্যাঁ, কিছু ক্ষেত্রে এই রকম বিতর্ক হয়। আমাদের কেউ কিছু বলে দেন। ওঁদের কেউ কিছু বলে দেন। এটা স্বাভাবিক নয়। কিন্তু সে সব এতে (আসন সমঝোতা) বাধা হয়ে দাঁড়াবে না।"

বুধবার প্রশাসনিক বৈঠকে যাওয়ার আগে মমতাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে ক্ষুব্ধ মমতা জানিয়ে দেন, বাংলায় কংগ্রেসের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। বলেন, "এই যে আমাদের রাজ্যে আসছে, আমাকে তো একবারও বলেনি।" মমতার কথাতেই স্পষ্ট, বাংলায় ভারত জোড়ো ন্যায় যাত্রা এলে ইন্ডিয়া জোটের শরিক হিসাবে তৃণমূল তাতে অংশ নেবে না। এখন দেখার সিপিএম এই যাত্রার শরিক হয় কি না।

আরও পড়ুন Bharat Jodo Nyay Yatra: রাহুলকে নিরাপত্তা দিতে ব্যর্থ, হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অমিত শাহকে ‘নালিশ’ খাড়গের

বুধবার মমতার বক্তব্যের পরে স্পষ্ট যে, পশ্চিমবঙ্গে কোনও জোট বা আসন সমঝোতা হচ্ছে না। রাজ্যের ৪২টি লোকসভা আসনেই প্রার্থী দিতে চলেছে তৃণমূল।

West Bengal CONGRESS tmc Mamata Banerjee rahul gandhi INDIA Alliance
Advertisment