Advertisment

Mamata Banerjee on CAA: 'সিএএ-তে দরখাস্ত করলেই নাগরিকত্ব বাতিল, বাঙালি বিতাড়নের খেলা', বোঝালেন মমতা

CAA implement in India: ভোটের আগে ফের মুখ্যমন্ত্রীর ঘোষণা, 'পশ্চিমবঙ্গে সিএএ, এনআরসি লাগু হতে দেব না। কোনও ডিটেশন ক্যাম্প বাংলায় হবে না। প্রয়োজনে আমি প্রাণ দিতেও রাজি।'

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee raise voice against CAA NRC at Habra Rally Updates , 'সিএএ-তে দরখাস্ত করলেই নাগরিকত্ব বাতিল, বাঙালি বিতারণের খেলা', বোঝালেন মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee raise voice against CAA: সোমবারই দেশজুড়ে লাগু হয়েছে সিএএ। যার বিরুদ্ধে মঙ্গলবার ফের সুর চড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী। ভোটের আগে মোদী সরকারের সিএএ আইন কার্যকরের সিদ্ধান্তকে 'ভাঁওতা' বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হাবড়ার সভা থেকে মুখ্যমন্ত্রীর দাবি, 'সিএএ ভোটের আগে প্রতারণা, ছলনা, নাগরিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত।' মমতার কথায়, সিএএ আদৌ বৈধ কিনা, তা নিয়ে সন্দিহান তিনি। সিএএ এনআরসি-র সঙ্গে সংযুক্ত বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। ফের ঘোষণা করেছেন, 'পশ্চিমবঙ্গে সিএএ, এনআরসি লাগু হতে দেব না। কোনও ডিটেশন ক্যাম্প বাংলায় হবে না। প্রয়োজনে প্রাণ দিতেই আমি রাজি।' সিএএ আসলে নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন। মমতার যুক্তি, 'এতে আবেদন করা মানেই নাগরিকত্ব বাতিল হবে, আবেদনকারী বিজেশি হয়ে যাবেন।'

Advertisment

হাবড়ায় কী বললেন মমতা?

  • 'নির্বাচনের আগে প্রতারণা, ছলনা, বঞ্চনা, নাগরিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে বিজেপি। যে সিএএ-র কথা কেন্দ্রের সরকার ঘোষণা করেছে, আদৌ তা বৈধ কি না সন্দেহ আছে। পুরোপুরি ভাঁওতা। ২০১৯ সালে অসমে ১৩ লক্ষ বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হয়েছিল। অনেকে আত্মহত্য করেন।'
  • 'এখন যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে এটা মানে নাগরিক থাকা সত্ত্বেও বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন। তাহলে আপনাদের সম্পত্তি, চাকরি, বাড়ি কী হবে? এটা অধিকার কাড়়ার খেলা। আবেদন করার পর এনআরসি করা হবে। ডিটেনশেন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। তাই আবেদনের আগে একবার নয় হাজার বার ভাবুন।'
  • 'মনে রাখবেন সব হারাবেন। ওরা ভাঁওতা দিচ্ছে। সব দিক যাবে। ইচ্ছা করে কালকের দিনটা বেছে নেওয়া হয়েছে। কারণ কাল থেকে রমজান শুরু হয়েছে। এই সিএএ, এনআরসির সঙ্গে যুক্ত মনে রাখবেন।'
  • 'আফগানিস্থান তো ভারতের বর্ডার নয়। তাহলে এল কেন? আর শুধুমাত্র আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে কেন আনা হবে? শ্রীলঙ্কা, মায়নমার বাদ। এমন অনেক পরিবার রয়েছেন, যাঁদের এপার বাংলা থেকে ওপার বাংলায় বিয়ে হয়েছে। তাঁরা যোগাযোগ করতে পারবেন না। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব কখনও কেউ শুনেছেন?'
  • 'লুডো খেলা জানেন তো? ছক্কা মারে ঘর খোলে। এটা বিজেপির লুডো খেলার ছক্কা। ওরা ভাবছে এটা করলে ছক্কা পাবে। কিন্তু নিট রেজাল্ট পুট, মানে শূন্য।'
  • 'একটা মানুষ অধিকার পেলে খুশি হব। কিন্তু কেউ বঞ্চিত হলে আমি তার সামনে দাঁড়িয়ে সেলটার দেব। বাংলা থেকে কাউকে বিতাড়িত করতে দেব না।'
  • 'মণিপুরে অনেক চার্চ পুড়িয়েছে। সেখানকার মহিলাদের নির্যাতন করা হয়েছে। কোথায় ছিলেন বিজেপি নেতারা।'
  • 'যারা সিএএ-তে আবেদন করবেন এর কোনও স্বচ্ছতা নেই। এতদিন ভোট দিয়েছেন? আধার কার্ড ছিল? জমি আছে? এই আইনে যেই দরখাস্ত করবেন আপনি বিদেশি হয়ে যাবেন।'
  • 'সারা পৃথিবীতে নিয়ম আছে। কোনও দেশে পাঁচ বছর, কোনও দেশে তিন বছর সেখানে থাকে তাহলে গ্রিন কার্ড পায়। আগে ডিএম-রা এই গ্রীন কার্ড দিত। সেইটাও ওরা বন্ধ করল। আপনারা তুলে দেবেন নিজের ভাগ্য বিজেপি-র হাতে?'
  • 'সব হিন্দু, শিখ, বৌদ্ধ, জৌন ২০১৫ সালের পর যাঁরা ভারতে এসেছেন তাঁরা বেআইনি হয়ে যাবেন। সংখ্যালঘুরা তো আছেনই। সকলের মধ্যেই ভেদাভেদ করা।'
  • 'এই সিএএ হলএনআরসি-র সঙ্গে যুক্ত। সব রাষ্ট্রহীন হবে। আপনি যদি নাগরিক না হন তাহলে সংবিধানের ১৪ নম্বর ধারা, ২১ নম্বর ধারায় সব অধিকার থেকে আপনি বঞ্চিত হবেন কী করে? আদালতেও চ্যালেঞ্জ করতে পারবে না। আপনি নাগরিক।'
  • 'ইউনাইটেট নেশনে বলা হয়েছে, অনুপ্রবেশকারীরা যেন বৈধ কারণ ছাড়া রাষ্ট্রহীন না হয়ে পড়ে। এমনকী শরণার্থীরাও যদি পাশের জায়গায় গিয়ে আশ্রয় নেয় তাদেরও কিন্তু মানবিকতার খাতিরে তাঁদের আশ্রয় দিতে রাষ্ট্র বাধ্য থাকে।'
  • 'কাউকে বাংলা থেকে বিতাড়িত হতে দেব না। সারা ভারতবর্ষে যদি কোনও দিন সুযোগ আসে, তখন আমরা কিছুতেই এই সব করতে দেব না। এনআরসিও করতে দেব না। সিএএ বাংলাকে আবার ভাগ করার খেলা। মুসলিম, নমঃশূদ্র, বাঙালিদের তাড়ানোর খেলা এটা। আমরা এটা করতে দিচ্ছি না। দেব না। আমরা সবাই নাগরিক। সিএএ করলে যাঁরা নাগরিক, তাঁরা অনুপ্রবেশকারী হয়ে যাবে।'
  • 'বাংলায় আমরা কোনও সিএএ, এনআরসিু, ডিটেশন ক্যাম্প করতে দেব না। এর জন্য জীবন দিতে হলেও আমি রাজি।'
  • 'ক্যা আমরা মানছি না মানব না, ধর্মবিদ্বেষ মানি না, ভাগাভাগি মানি না। আমরা সকলে এক। আমরা সকলে ভারতমাতার সন্তান।'
Mamata Government Habra bjp tmc Mamata Banerjee nrc caa
Advertisment