Mamata Banerjee's Election Campaign in Malda: মালদার প্রচারসভাতেও বহরমপুরের অধীর চৌধুরীকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো। তবে নাম নেননি। মঙ্গলবার মালদায় প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই প্রদেশ কংগ্রেস সভাপতিকে কটাক্য করে মমতা বলেন, 'লোকসভায় বিরোধী দলনেতাকে দেখেছেন। মোদী তো ওকে বুকে আগলে রাখে!' মুখ্যমন্ত্রীর প্রশ্ন, 'উনি (অধীর চৌধুরী) কি সত্যিই কংগ্রেসি নাকি বিজেপির বন্ধু?'
কংগ্রেসের একদা শক্তঘাঁটি মালদা। তবে গত নির্বাচনে এই জেলা থেকে কোনও লোকসভা আসনই পায়নি হাত শিবির। মালদায় দাঁড়িয়ে তাই সুকৌশলে প্রদেশ কংগ্রেস সভাপতির রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নিয়েই বড় প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী।
একের পর এক বাণে এ দিন অধীরকে বিদ্ধ করার চেষ্টা করেছেন মমতা। বলেছেন, 'আমি মানুষের জন্য কাজ করি। ওদের মতো বিজেপির দালালি করি না।'
আরও পড়ুন- Kolkata Heatwave Record: আগুন-গরমে ফুটছে কলকাতা, আরও ভয়ঙ্কর হতে যাচ্ছে পরিস্থিতি! বৃষ্টির দিনক্ষণ জানুন
মালদাবাসীকে সতর্ক করে তৃণমূল নেত্রী বলেছেন, 'বাংলায় বিজেপির দু'টো চোখ, একটা সিপিএম আরেকটা কংগ্রেস!'
বাংলার উন্নয়ে কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মমতার জিজ্ঞাসা, 'লোকসভায় কখনও কংগ্রেসকে দেখেছেন বাংলার জন্য কথা বলতে? তা হলে কেন ওদের জেতাবেন আপনারা?'
ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেস, তৃণমূল। তবে এ রাজ্যে সেই জোট হয়নি। সেই প্রসঙ্গ টেনে এ দিনের সভায় মুখ্যমন্ত্রী বলেছেন, 'আমি তো বরাবরই কংগ্রেসকে সাহায্য করতে চেয়েছি। বিধানসভায় ওদের একটাও আসন নেই। তবু লোকসভায় দু'টো আসন দিতে চেয়েছিলাম। ওরা নিল না, সিপিএমের হাত ধরল।'