Advertisment

পুলিশে বিরাট রদবদল মুখ্যমন্ত্রীর, ঢালাও বদলি SP-দের, কোন জেলায় দায়িত্বে কে?

ডিএম-দের পর এবার এসপি-দের একাংশ ও পুলিশের উপরমহলে বড়সড় রদবদল ঘটাল রাজ্য সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee reshuffles several police super and others police officers

রাজ্য পুলিশে ব্যাপক রদবদল ঘটালেন মুখ্যমন্ত্রী।

ডিএম-দের পর এবার এসপি-দের একাংশ ও পুলিশের উপরমহলে বড়সড় রদবদল ঘটাল রাজ্য সরকার। মঙ্গলবার ১২ জেলাশাকের রদবদলের পাশাপাশি একাধিক জেলার পুলিশ সুপার, ডিআইজি এমনকী কলকাতা পুলিশের শীর্ষপদেও রদবদল করা হয়েছে। মঙ্গলবারই স্পেন সফরে মুখ্যমন্ত্রী। তাঁর বিদেশযাত্রার আগেই রাজ্যের প্রশাসনিক স্তরে ব্যাপক রদবলে সাড়া পড়ে গিয়েছে।

Advertisment

কোন কোন জেলা ও পুলিশ জেলায় পুলিশ সুপার বা এসপি বদল? দায়িত্বে কে এলেন?

মুর্শিদাবাদের পুলিশ সুপার করে আনা হল সূর্যপ্রতাপ যাদবকে। তিনি এর আগে কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক পদে কর্মরত ছিলেন। কোচবিহারের এসপি করা হল দ্যূতিমান ভট্টাচার্যকে। তিনি হাওড়া পুলিশ জেলার ডিসি হেডকোয়ার্টার পদে ছিলেন। জঙ্গিপুর পুলিশ জেলার এসপি হলেন আনন্দ রায়। তিনি আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ডিসি ট্রাফিক পদে ছিলেন। কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি হলেন অমরনাথ কে। তিনি পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার ছিলেন।

একইভাবে হুগলি গ্রামীণ এলাকার পুলিশ সুপার হলেন কামনাশিস সেন। তিনি পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ছিলেন। পূর্ব বর্ধমানের পুলিশ সুপার করে আনা হল আমনদ্বীপকে। তিনি হুগলির গ্রামীণ পুলিশ জেলার এসপি ছিলেন। রানাঘাট পুলিশ জেলার এসপি হলেন কুমার সানি রাজ। তিনি কোচবিহারের অ্যাডিশনাল এসপি ছিলেন। পূর্ব মেদিনীপুরের এসপি হলেন সৌম্যদ্বীপ ভট্টাচার্য।

আরও পড়ুন- মমতা স্পেনে যাওয়ার আগেই একাধিক জেলাশাসক বদল! জানুন কোন জেলার দায়িত্বে কে?

তিনি হুগলি গ্রামীণ এলাকার অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার পদে ছিলেন। দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার করে আনা হল চিন্ময় মিত্তলকে। তিনি অ্যাডিশনাল এসপি পুরুলিয়া ছিলেন। বারুইপুর পুলিশ জেলার নতুন এসপি হলেন পলাশচন্দ্র ঢালি। তিনি ডায়মন্ড হারবার পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি পদে ছিলেন।

আরও পড়ুন- মমতার বাংলায় ‘তালাবন্দি’ মোদীর মন্ত্রী, কারা করল? জানলে অবাক হবেন!

এছাড়াও রাজ্য পুলিশের হেড কোয়ার্টার ডিআইজি পদে আনা হল রশিদ মুনির খানকে। তিনি মুর্শিদাবাদের ডিআইজি ছিলেন। মুর্শিদাবাদের ডিআইজি করা হল মুকেশকে। বারাসত রেঞ্জের ডিআইজি হলেন সুমিত কুমার। এসএস আইবি পদে আনা হল সুরিন্দর সিংকে। অন্যদিকে, কলকাতা পুলিশে ডিসি ইবি পদে দায়িত্ব দেওয়া হল রাহুল দে-কে। ডিসি ট্রাফিক পদে আনা হল ইয়েল ওয়াদ শ্রীকান্ত জগন্নাথরোকে।

kolkata police Mamata Banerjee West Bengal West Bengal Police
Advertisment