পুজো উদ্বোধনে এসে ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডের প্রেমকাহিনী ‘ফাঁস’ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার হাতিবাগান সর্বজনীনের পুজো উদ্বোধন করে সাধন পাণ্ডের প্রেমকাহিনীর কথা হাসি মুখে সকলের সঙ্গে শেয়ার করলেন মমতা। শুধু তাই নয়, কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ ও তাঁর স্ত্রী ঝুমার সঙ্গে তাঁর আলাপের কথাও বললেন মমতা।
ঠিক কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?
হাতিবাগান সর্বজনীনের পুজো উদ্বোধন করে মমতা বলেন, ‘‘আপনারা অনেকে জানেন না, এটা একেবারে অন্য প্রসঙ্গ। কখনও তো কিছু বলতে হয়। সুপ্তি আর আমি শিক্ষায়তন কলেজে পড়তাম। পড়তে পড়তে , ঝালমুড়ি খেতে খেতে তখন আলাপ হয়েছিল। ও ৭৬ নম্বরে (বাস) উঠে যেত বেহালা, আর আমি কালীঘাটে নেমে পড়তাম। এর মাঝে সাধন ঢুকে পড়ল! সাধন যখন উপনির্বাচনে দাঁড়াল, দেখলাম সুপ্তি মিছিল করছে। সুপ্তিকে দেখে বললাম, তুই কী করছিস এখানে, ও বলল, সাধনদাকে বিয়ে করেছে’’। মমতা যখন বলছেন এ কথা, মঞ্চে বসে ‘দিদি’র কথা শুনে হাসলেন সাধন।
আরও পড়ুন: দেবীপক্ষের আগেই ‘নতুন কায়দা’য় পুজো উদ্বোধন মমতার
এরপর মঞ্চে থাকা কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের দিকে তাকিয়ে মমতা বলেন, ‘‘ঝুমা অতীনের স্ত্রী। ওদের ছোটোবেলা থেকে চিনি। ওরা খুব প্রিয় আমার’’। পাশাপাশি মন্ত্রী শশী পাঁজার কাজের দক্ষতা নিয়েও ভূয়সী প্রশংসা করেন তৃণমূলনেত্রী।
উল্লেখ্য, লোকসভা নির্বাচন চলাকালীন, প্রচারে গিয়ে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রেমকাহিনীও শুনিয়েছিলেন মমতা। সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘অভিষেক যাকে বিয়ে করেছে, ও বাচ্চা মেয়ে। দিল্লিতে প্রেম করত ওরা। ও পাঞ্জাবি মেয়ে। ও (অভিষেক) তো আপনাদের এসব বলবে না। প্রেম করেছে, বিয়ে দিয়েছি আমরা’’।