গতবছর কলকাতা চলচ্চিত্র উৎসবের পর এবার বলিউডের খাসতালুকে দাঁড়িয়ে 'বিগ বি' অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন বাংলার মুখ্যমন্ত্রী। বচ্চনদের দেশের এক নম্বর পরিবার বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুম্বইয়ে অমিতাভ বচ্চনের বাংলো 'জলসা'য় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে ভারতীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি-র হাতে রাখি পরিয়ে দেন মমতা।
এদিন বিকেলে 'জলসা'র ফটক পেরিয়ে সোজা ভিতরে ঢুকে যায় বাংলার মুখ্যমন্ত্রীর কনভয়। মমতাকে স্বাগত জানাতে হাজির হয় গোটা বচ্চন পরিবার। অমিতাভ তো ছিলেন-ই, সঙ্গে ছিলেন জয়া বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্যা রাই বচ্চন, আরাধ্যা এবং অমিতাভ-কন্যা শ্বেতা বচ্চনও। 'জলসা' থেকে বেরিয়ে মমতা জানান, অমিতজির কলকাতায় থাকার সময়, ধন্যিমেয়ে সিনেমার প্রসঙ্গ উঠে আসে বৈঠকী আড্ডায়।
'জলসা'র বাইরে সাংবাদিকদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ভারতরত্ন অমিতাভ বচ্চন। অমিতাভজিকে আমি বলি। অমিতাভ, জয়াজি, অভিষেকজি ঐশ্বর্য, আরাধ্যাস শ্বেতা, সব একসঙ্গে ছিলেন। আমাদের দারুন কথা হয়েছে। পুরনো দিনেপ কথা হল। অমিতজি কলকাতায় জীবন শুরু করেছিলেন। জয়াজির ছবির গান, ধন্যি মেয়ে ছবির গান। উনি নায়িকা। আমাদের ওখানো এখনও উনি জনপ্রিয়। এই পরিবারকে আমি ভালবাসি। লেজেন্ডারি পরিবার। ভারতের একনম্বর পরিবার। আমার ক্ষমতা থাকলে এক সকেন্ডে ওনাকে ভাররত্ন করে দিতাম। অনেক আগেই দেওয়া উচিত ছিল। এখন আমরা জতার পক্ষ থেকে এই আওয়াজ ওঠাচ্ছি।'
বাঙালির বড় উথসব দুর্গাপুজো। দেবীর আগনমে গোটা বাংলার রূপসী হয়ে ওঠে। শারদীয়ায় অমিতাভ বচ্চনকে বাংলায় আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে কলকাতা আন্তর্জাতিত চলচ্চিত্র উৎসবের জন্যও আগাম নিমন্ত্রণ জানিয়েছেন 'শেহনশা'কে। অমিতাভ বচ্চনের হাতে রাখি পরিয়ে অবিভূত মুখ্যমন্ত্রী। নিজে মুখেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সেকথা স্বীকার করেছেন।