Advertisment

TMC VS BJP: বালুরঘাটে দাঁড়িয়ে সুকান্তকে 'কুলাঙ্গার' তোপ মমতার, পাল্টা চ্যালেঞ্জ পদ্ম-সাংসদের

Lok Sabha Election 2024: ১০০ দিনের কাজ ও আবাস যোজনা প্রকল্পে কেন্দ্রের অর্থ আটকে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী দায়ী করেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীকে। বলেন, 'ওরা বাংলার গদ্দার, বাংলার কুলাঙ্গার'।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee said Sukanta Majumder a coward for blocking 100-day work scheme and Awas Yojana , বালুরঘাটে দাঁড়িয়ে সুকান্তকে 'কুলাঙ্গার' তোপ মমতার, পাল্টা চ্যালেঞ্জ পদ্ম-সাংসদের

Balurghat 2024: নেতা-নেত্রীদের বাক্যবাণে উত্তপ্ত ভোটের বালুরঘাট।

Mamata Banerjee Attack Sukanta Majumder: শনিবার লোকসভা ভোটের প্রচারে বালুরঘাটের তপনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বালুরঘাটের বিদায়ী সাংসদ তথা বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। ১০০ দিনের কাজ ও আবাস যোজনা প্রকল্পে কেন্দ্রের অর্থ আটকে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী দায়ী করেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীকে। বলেন, 'ওরা বাংলার গদ্দার, বাংলার কুলাঙ্গার'। পাল্টা জবাব দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি।

Advertisment

কী বলেছেন মমতা?

এ দিন জলপাইগুড়িতে ঝড়বিধ্বস্ত এলাকা প্রদর্শনে তাঁর যাওয়া ও বিরোধী বিজেপি নেতাদের না যাওয়া নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গেই সামাজিক উন্নয়ন প্রকল্পে বাংলার টাকা কেন্দ্রীয় সরকারের আটকে রাখার প্রসঙ্গটি আসে। মমতা বলেন, 'আপনাদের এখানে ওই কুসান্তবাবু আছেন, আর ও দিকে আছে গদ্দার। এরা মনে করে, যা বলবে তা-ই করতে হবে। গায়ের জোরে চালাবে।'

আরও পড়ুন- Saayoni Ghosh: ‘কাছে এসো মা গো’, মহিলা আসতেই সায়নীর ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা!

এরপরই সুকান্ত মজুমদারের নাম ধরে চ্যালেঞ্জ ছোড়েন মমতা। বলেন, 'চ্যালেঞ্জ করছি সুকান্তবাবুকে। ভোট দেওয়ার আগে বলেননি আপনি আর গদ্দার? বাংলাকে ১০০ দিনের টাকা দেওয়া যাবে না? বাংলার বাড়ি দেওয়া যাবে না? রাস্তা দেওয়া যাবে না? কোনও দিন সারি-সারনা ধর্ম নিয়ে কথা বলেছেন দিল্লিতে গিয়ে?’’ তারপরই মুখ্যমন্ত্রীর অভিযোগ, 'আপনারা বাংলার টাকা বন্ধ করেছেন, আপনারা বাংলার গদ্দার। আপনারা বাংলার কুলাঙ্গার। আপনারা বাংলার ভাল চান না। আপনারা উত্তরবঙ্গের ভাল চান না। আপনারা দক্ষিণবঙ্গেরও ভাল চান না।'

সুকান্তর চ্যালেঞ্জ

পরে মুখ্যমন্ত্রী আক্রমণের জবাব দেন সুকান্ত। বলেন, 'ইয়ে ডর হামে আচ্ছা লগা। বালুরঘাট কেন, উত্তরবঙ্গেও গত বারে যেমন শূন্য হাতে তৃণমূল ফিরেছিল, এ বারও শূন্য হাতে ফিরবে। কংগ্রেসও তাই। উনি ১০০ দিনের টাকার কথা বলছেন, আমি এখনও বলছি, উনি হিসাব দিন, সব টাকা কেন্দ্র দেবে। হিসাব না দিলে একটি টাকাও পাবে না। কারণ, নরেন্দ্র মোদীর শপথ, উনি চুরি করবেন না। কাউকে করতেও দেবেন না। উনি আমাকে কুসান্ত বলুন বা যতই খারাপ কথা বলুন। আমি কোনও খারাপ কথা বলব না। তার জবাবও দেব না। আমার পারিবারিক শিক্ষা তেমন নয়।'

সাম্প্রতক ঝড়ে বাড়ি ভেঙে পড়া নিয়ে পাল্টা মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দেন সুকান্ত। বলেন, 'উনি বরং বলুন, এত বাড়ি ভেঙে পড়ল কেন? কেন এই মানুষজনকে উনি বাড়ি বানানোর টাকা পেতে দেননি।'

tmc bjp Mamata Banerjee 2024 General Election Sukanta Majumder loksabha election 2024
Advertisment