Advertisment

যুগান্তকারী বিনিয়োগ আসছে বাংলায়! স্পেন সফরের দ্বিতীয় দিনেই বিরাট সুখবর মুখ্যমন্ত্রীর

স্পেন সফরের দ্বিতীয় দিনেই বিরাট আশার খবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
big events on 21 september 2023

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

স্পেন সফরের দ্বিতীয় দিনেই বিরাট আশার খবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার জন্য বিশাল বিনিয়োগের সম্ভাবনার কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। যুগান্তকারী সেই সম্ভাবনার শুরুটা হয়ে যেতে পারে চলতি বছরের বড়দিনের আগে থেকেই। বৃহস্পতিবার রাতে সূদূর স্পেনে বসেই পশ্চিমবঙ্গের জন্য যুগান্তকারী এই সুখবরের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisment

বাংলায় ঠিক কোন শিল্পে বিনিয়োগ আসতে চলেছে? কী জানালেন মুখ্যমন্ত্রী?

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, চলতি বছরের বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বেরের আগেই বাংলায় বস্ত্রশিল্পে বিরাট বিনিয়োগ আসতে চলেছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি বস্ত্র প্রস্তুতকারক সংস্থা অন্য আরও একটি সংস্থার সঙ্গে জোট বেঁধে বাংলায় তাঁদের উৎপাদনকেন্দ্র সরিয়ে নিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। চলতি বছরের শেষ দিক থেকেই বাংলায় পুরোদমে উৎপাদনও শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী এব্যাপারে লিখেছেন, "রোমাঞ্চকর একটি খবর! Tempe Grupo Inditex (Zara), বস্ত্র শিল্পে এরা একটি গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। সংস্থাটি তাঁদের কাজের পরিধি বাড়াচ্ছে। তাঁরা অন্য একটি সংস্থার সঙ্গে জোট বেঁধে পশ্চিমবঙ্গে উত্পাদন কেন্দ্র সরাচ্ছে। ২০২৩ সালের বড়দিনের আগেই উত্পাদনও শুরু হবে।"

আরও পড়ুন- কঙ্কালসার বাংলার উচ্চশিক্ষা: একযোগে মমতা সরকারের নীতিকে দুষছে এসএফআই-বিদ্যার্থী পরিষদ

মমতা বন্দ্যোপাধ্যায় এব্যাপারে আরও লিখেছেন, "২০১৯ সালে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট চলাকালীন, ডাউনস্ট্রিম পলিমার অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রি নামের একটি বিভাগ আমাদেরই সম্মলিত যৌথ দৃষ্টিভঙ্গির ফল ছিল। এই মেগা প্রকল্পের জন্য আমরা টেম্পে এবং এর অংশীদারদের কারখানার জন্য সরকারের তরফে সব সুবিধা-সহ উপযুক্ত স্থানে প্রায় ১০০ একর জমি দেব। PU কারখানার জন্য সব ধরনের সহযোগিতা করবে সরকার। এই উদ্যোগটি পশ্চিমবঙ্গের বৃদ্ধি, স্থায়িত্ব এবং একটি সমৃদ্ধশালী ভবিষ্যতের প্রতিশ্রুতি দেয়।"

Industry West Bengal Mamata Banerjee Investment
Advertisment