'পঞ্চায়েত এবার থেকে আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করব।' ভোটের প্রচারে বেরিয়ে সাফ বার্তা তৃণমূল সুপ্রিমোর। সোমবার উত্তরবঙ্গ দিয়ে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। কাল থেকে প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Advertisment
পঞ্চায়েত ভোটের প্রচার শুরু তৃণমূলের। উত্তরবঙ্গ দিয়ে ভোটের প্রচার শুরু তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একুশের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের বেশ কয়েকটি কেন্দ্রে বিজেপির কাছে জোর ধাক্কা খেয়েছিল তৃণমূল। সম্ভবত সেই কারণেই এবার পঞ্চায়েত ভোটে উত্তরবঙ্গকে বাড়তি গুরুত্ব দিতে চাইছে তৃণমূল, এমনই ধারণা রাজনৈতিক মহলের।
কোচবিহারের চান্দামারির জনসভায় সংক্ষিপ্ত ভাষণে বিরোধীদের চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যবারের চেয়ে এবারের পঞ্চায়েত ভোটের গুরুত্ব তৃণমূলের কাছে অনেক বেশি বলে মনে করেন দলনেত্রী। তাঁর কথায়, 'এতদিন পঞ্চায়েতকে আমরা বেশি গুরুত্ব দিইনি। এবার দেখছেন মানুষের মতামত নেওয়া হয়েছে। দু'-মাস আগে থেকে মতামত নেওয়া হয়েছে। কাউকে টাকা দেবেন না। আমরা চুরি করতে দেব না। কেউ টাকা চাইলে তার ছবিটা তুলে আমার কাছে পাঠিয়ে দেবেন। পঞ্চায়েত এবার থেকে আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করব। কাউকে চুরি করতে দেবেন না। আমরা চাই মানুষের পঞ্চায়েত।'
এরই পাশাপাশি এদিন কোচবিহারের সভা থেকে বিএসএফকেও নিশানা করেছেন তৃণমূল সুপ্রিমো। ভোটের সময় বিএসএফ সীমান্তবর্তী এলাকাগুলিতে সাধারণ বাসিন্দাদের ভয় দেখাতে পারেন বলে আশঙ্কা তাঁর। এমন কোনও ঘটনা ঘটলে পুলিশের কাছে অভিযোগ জানাতে পরামর্শ তৃণমূলনেত্রীর।
এছাড়াও এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ঘুরে ফিরে এসেছে '২৪-এর লোকসভা নির্বাচন ইস্যুও। তিনি বলেন, 'লোকসভা নির্বাচনে নতুন সরকার নিয়ে আসব।' এছাড়াও প্রচারমঞ্চে দাঁড়িয়ে এদিন একযোগে বাম-কংগ্রেস-বিজেপিকেও নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হুংকার, 'বিজেপি-সিপিএম-কংগ্রেসের মহাঘোঁট আমি ভেঙে দেব, মহাজোট হবে।'