বাংলার বিভিন্ন সামাজিক উন্নয়ন প্রকল্প সফল করতে ক্লাবগুলিকে শামিল হওয়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে 'খেলাশ্রী' অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী। সেখানেই বিভিন্ন ক্লাব ও খেলোয়াড়দের রাজ্য সরকারের পক্ষে সংবর্ধনা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানেই রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, 'রাজ্য সরকারের সামাজিক উন্নয়ন প্রকল্পে বাংলার ক্লাবগুলো অংশ নিতে পারে। যেমন, সবুজায়ন প্রকল্পে রাজ্য সরকারের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়। সেই কর্মসূচিতে শামিল হতে পারে ক্লাবগুলো। যেসব ক্লাব এতে আগ্রহী তারা জেলাশাসকের সঙ্গে যোগাযোগ করতে পারেন।' এরপরই কার্যত হুঁশিয়ারির সুরে মুখ্যমন্ত্রী বলেন, 'জেলাশাসক বা সরকারি আধিকারিকরা সহযোগিতা না করলে আমাকে খবর দেবেন। আমি তখন পদক্ষেপ করব।'
দেশজুড়ে অশান্তির বাতাবরণ। এই পরিস্থিতিতে বাংলায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে ক্লাবগুলোকে এগিয়ে আসার আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিথ্যা প্রচার, বিভ্রান্তিমূলক তথ্য, ষড়যন্ত্র ঠেকাতে স্থানীয় ক্লাবগুলিকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। বলেন, 'ক্লাব কর্তারা তাঁদের এলাকার প্রায় সকলকেই চেনেন, জানেন। অশান্তি রুখতে ক্লাব কর্তারা সজাক থাকলে সমস্যা সহজেই মিটিয়ে ফেলা যাবে।'
আরও পড়ুন: মমতার ‘বড় ঘোষণা’: কৃষিজ পণ্য পরিবহণে উঠে যাচ্ছে চেক পোস্ট
খেলার সরঞ্জাম কিনতে এবার বাংলার বিভিন্ন ক্লাবকে ৩ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
সামনেই পুরভোট। বছর গড়ালেই বিধানসভা। বাংলার উন্নয়নের সঙ্গেই সেকথা বিবেচনা করেও রাজ্য সরকারের সামাজিক উন্নয়ন প্রকল্পে ক্লাবগুলোকে শামিল করার উদ্যোগ রাজ্যের শাসক দলের সর্বময়ী নেত্রীর। এমনটাই মনে করছেন অনেকে।
এদিকে করোনার আতঙ্ক দেশজুড়ে। এই প্রেক্ষাপটে আগামী ৩১ মার্চ পর্যন্ত রাজ্যে সব স্পোটিং ইভেন্ট বন্ধের ঘোষণা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর কথায়, 'খেলাধুলো তো আর বন্ধ হতে পারে না। কিন্তু, সবকিছুকে বাঁচিয়ে করতে হবে। কেন্দ্র অ্যাডভাইজরি দিয়েছে যে খেলার মাঠে কোনও জমায়েত করা যাবে না। তাই আপাতত সব ইভেন্ট দিন পনেরোর জন্য স্থগিত করা হচ্ছে। আবস্থার উন্নতি হলে পরে আবার সেগুলো হবে।'
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন