প্রথামিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন আগামী দু'মাসের মধ্যে প্রাথমিকে প্রায় সাড়ে ষোল হাজার শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে।
মুখ্যমন্ত্রীর কথায় রাজ্যে ১৬,৫০০ প্রথামিক শিক্ষক পদ শূন্য রয়েছে। কোভিড একটু কমলেই ওই শূন্য পদে নিয়োগ হবে। ডিসেম্বর-জানিয়ারি থেকেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। প্রথামিকে প্রায় ২০ হাজার পরীক্ষার্থী টেট উত্তীর্ণ। এক্ষেত্রে তাঁরাই চারকি পাবেন। বাকি টেট উত্তীর্ণদের ধাপে ধাপে নিয়োগ করা হবে বলে এ দিন নবান্নে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠেছে। দাবি আদায়ে আলোচনা, অন্দোলন, ঘেরাও, আইন-আদালত পর্যন্ত হয়েছে। চাকরি প্রার্থীরা অনশনেও বসেছেন। এইসবের মাঝেই প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
তৃতীয়বার টেটে বসার জন্য প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী আবেদন করেছিলেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছেন, ১৬,৫০০ শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শেষ হলেই অফলাইনে তাঁদের পরীক্ষা নেওয়া হবে বলে বিবেচনা করছে শিক্ষা দফতর। নতুন শূন্য পদ তৈরি হলে তাঁরা চাকরি পাবেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন